Kawthar Kawtha Lyrics in Bengali
Song: Kawthar Kawtha
Singer: Iman Chakraborty
Language: Bengali Song
কথার কথা নাই বলা হোক
কথার কথা নাই বলা হোক,
কথার ওজন বড্ড বেশি
কথার ওজন বড্ড বেশি,
কথার ভারেই ভিজছে চোখ
কথার কথা নাই বলা হোক,
কথার কথা নাই বলা হোক।
মন সারাতে গিয়ে
রোজ ভোগে কেউ আমির জ্বরে,
অপমান জমিয়ে আগল দিল প্রেমের ঘরে,
তাও ঢুকেছে সিঁধেল শোক
সে সব না হয় নাই বলা হোক,
কথার কথা নাই বলা হোক।
কথার পরে চুপ
ভিজে শিশির পড়া টুপ,
শুনবো বলে চোখের জলকে
সমলিয়েছি খুব,
ঠোঁট নেড়েছি যেই
কথা লাগাম ছড়াতেই,
কে যেন ঠিক রাস টেনেছে
মনের পাড়াতেই,
তুমি শোনো ..
আমরা কেবল কথার বাহক,
একটু কথা কম বলা হোক।
FAQ About Kawthar Kawtha Song:
Who is the Singer of the song ‘Kawthar Kawtha?
Iman Chakraborty has sung the song “Kawthar Kawtha“.
Who wrote the lyrics of the song? “Kawthar Kawtha“?
Soukarya Ghosal has written the lyrics of “Kawthar Kawtha“.
Who is the Music Director of the song ‘Kawthar Kawtha’?
Soukarya Ghosal directed the music of the song “Kawthar Kawtha”.