Kandale Tumi More Lyrics | কাঁদালে তুমি মোরে লিরিক্স

Kandale Tumi More Lyrics in Bengali

Song: Kandale Tumi More
Language: Bengali Song

কাঁদালে তুমি মোরে
ভালোবাসারই ঘায়ে,
কাঁদালে তুমি মোরে।
নিবিড় বেদনাতে
পুলক লাগে গায়ে,
কাঁদালে তুমি মোরে।

তোমার অভিসারে
যাব অগম পারে,
চলিতে পথে পথে
বাজুক ব্যথা পায়ে,
কাঁদালে তুমি মোরে।

পরানে বাজে বাঁশি
নয়নে বহে ধারা,
দুখের মাধুরীতে
করিল দিশাহারা।
সকলই নিবে কেড়ে
দিবে না তবু ছেড়ে,
মন সরে না যেতে
ফেলিলে একি দায়ে,
কাঁদালে তুমি মোরে।

কাঁদালে তুমি মোরে
ভালোবাসারই ঘায়ে,
কাদালে তুমি মোরে।
নিবিড় বেদনাতে
পুলক লাগে গায়ে,
কাঁদালে তুমি মোরে।

Kandale Tumi More Lyrics in English

Kandale tumi more
Valobashari ghaye
Nibiro bedonate pulok laage gaye
Tomar obhishare jabo ogom pare
Cholite pothe pothe
Bajuk beytha paaye
Porane baaje banshi
Noyone bohe dhara
Dukher madhurite korilo dishehara
Sokoli nibe kere
Dibe na tobu chere
Mon sore na jete felile eki daaye

Spread the love

Leave a Comment