Jwalchhobi in Bengali
Song: Jwalchhobi
Singer: Rupankar Bagchi & Subhamita Banerjee
Language: Bengali Song
আকাশ কোথায় যে মেশে
সে তো কেউ জানে না,
বাতাস কোথায় যে বহে
সে তো কেউ বোঝে না,
মেঘের কোথায় ঠিকানা
তা তো কেউ জানে না,
সাগর কোথায় যে শেষে
হয়তো কেউ বোঝে না,
আমার মনের ঠিকানা
হয়তো কেউ জানে না,
এসো তুমি খুঁজে দেখোনা।।
আমার মনেতে, মনের কোণেতে
তোমারই জলছবি,
হৃদয় মোহনা, চাঁদের জোছনা
মিষ্টি আজ সবই।
মনের মুকুরে নীল সে সাগরে
তুমি জলপরী,
তোমার প্রেমেতে আজ মন হারিয়ে
এখন কি করি?
তোমায় ভালোবেসে আর তো কিছু চাইনা
তুমি ছাড়া মন মানেনা।।
হয়তো কখনো মেঘের মুলুকে
হবে পরিচয়,
তোমার পরশে, প্রেমের বরষে
জীবন মধুময়।
আকাশ বাতাসে ফুলের সুবাসে
আজ যে মনোময়,
সাঁঝের বেলাতে রঙের মেলাতে
আজ যে তুমিময়।
হুঁ.. তোমার মনেরই মাঝে লুকিয়ে আছি আমি
খুঁজে নিও আমার ঠিকানা।
ও.. আকাশ কোথায় যে মেশে
সে তো কেউ জানে না,
বাতাস কোথায় যে বহে
সে তো কেউ বোঝে না।
মেঘের কোথায় ঠিকানা
তা তো কেউ জানে না,
সাগর কোথায় যে শেষে
হয়তো কেউ বোঝে না।
আমার মনের ঠিকানা
হয়তো কেউ জানে না,
এসো তুমি খুঁজে দেখোনা,
এসো তুমি খুঁজে দেখোনা,
এসো তুমি খুঁজে দেখোনা।।
FAQ About Jwalchhobi Song:
Who is the Singer of the song ‘Jwalchhobi?
Rupankar Bagchi & Subhamita Banerjee has sung the song “Jwalchhobi”.
Who wrote the lyrics of the song? “Jwalchhobi“?
Arindam Saha has written the lyrics of “Jwalchhobi“.
Who is the Music Director of the song ‘Jwalchhobi?
Joy Sarkar directed the music of the song “Jwalchhobi“.