Jonaki Lyrics |জোনাকী লিরিক্স

Jonaki in Bengali

Song: Jonaki
Singer: Rupankar Bagchi & Annwesha
Language: Bengali Song

জোনাকিরা বন্ধু হয়ে
রাত্রিবেলায় জ্বাললো বাতি,
আমিও বন্ধুতা চাই
কায়মনে তাই দুহাত পাতি।

তুমি কি বাস্তবে আর
এই আমিটার বন্ধু হবে ?
নিশ্চুপ থাকবে নাকি
এ কথার জবাব দেবে।

জবাবে কি বলবো আর।

সবে তো সন্ধ্যে হলো
নামবে আঁধার গহীন বনে,
রাখা থাকে নির্জনতায়
মনের কথা সংগোপনে।
রাতে রাত বাড়লে না হয়
চোখের তারায় হারিয়ে যাবো,
জোনাকির পশলা আলোয়
আমরা দুজন ঘর সাজাবো।

ঘরের আর হদিস কোথায়।

ঘরের আর হদিস কোথায়
নির্জনতায় নিভলে বাতি,
আমি তাই বন্ধুতা চাই
কায়মনে আজ দুহাত পাতি।

পাতা থাক স্বপ্ন চাটাই
ইচ্ছে সাজাই সংগোপনে,
রাখা থাকে নির্জনতায়
মুখের কথা মনের কোনে।

নিরুপায় হচ্ছ কেনো ?

নিরুপায় হচ্ছি কেনো
তুমি জানো আমিও জানি,
আমারও ইচ্ছে করে
তোমার বুকে রাতিধ্বনি।

সারারাত জ্বলবে বাতি
অশান্ত এই হৃদকমলে,
বলোনা খুব কি ক্ষতি
প্রেম যমুনায় জোয়ার এলে?
তবে আর প্রশ্নবাণে
বিদ্ধ কেন করছো শোনা?
এসো আজ পাল্টিয়ে নি
এই সমাজের ভুল ধারণা।

পথের আর দোষ কি বলো
খুব সহসায় হোঁচট খেলে,
সেই তো আবার হবো
একলা শরিক চোখের জলে।

FAQ About Jonaki Song:

Who is the Singer of the song ‘Jonaki?

Rupankar Bagchi & Annwesha has sung the song “Jonaki”.

Who wrote the lyrics of the song? “Jonaki“?

Anindya Mukhopadhyay has written the lyrics of “Jonaki“.

Who is the Music Director of the song ‘Jonaki?

Anindya Mukhopadhyay directed the music of the song “Jonaki“.

Spread the love

Leave a Comment