Jole Bhasha Phool Lyrics | জলে ভাসা ফুল লিরিক্স

Jole Bhasha Phool in Bengali

Song: Jole Bhasha Phool
Singer: Hridoy Khan
Language: Bengali Song

কতটা মায়া তোর দুটি চোখে,
আমাকে করেছে ব্যাকুল।
কেড়ে তো নিয়েছে রাতেরই ঘুম,
আমিতো হয়েছি পাগল।

জেগে থাকি চল, তুই আমি,
ভালোবাসি দু’জনে।
প্রেমে প্রেমে আজ, কবো কথা,
না হয় হলো পাগলামি।

তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল।

কবো না তো কথা,
দেবো না তো ব্যথা,
হোক না হোক লুকোচুরি।
তোরই তো সাথে আজ,
জাগবো সারারাত,
হোক না তো বাড়াবাড়ি।

কবো না তো কথা,
দেবো না তো ব্যথা,
হোক না হোক লুকোচুরি।
তোরই তো সাথে আজ,
জেগে রবো সারারাত,
হোক না তো বাড়াবাড়ি।

জেগে থাকি চল, তুই আমি,
ভালোবাসি দু’জনে।
প্রেমে প্রেমে আজ, কবো কথা,
না হয় হলো পাগলামি।

তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল।

যাবো না তো দূরে,
রবো না তো ঘরে,
থাক না থাক জোরাজুরি।
আমারই হাতে হাত
যতনে ধরে রাখ,
হোক না তো জানাজানি।

জেগে থাকি চল, তুই আমি,
ভালোবাসি দুজনে।
প্রেমে প্রেমে আজ, কবো কথা,
না হয় হলো পাগলামি।

তুই জীবনে আমার
শুধু জলে ভাসা ফুল,
তোকে পেয়ে ভুলে গেছি
আজ কত শত ভুল।

তুই ছাড়া প্রেম ভালোতো লাগেনা,
তুই ছাড়া প্রেম।

FAQ About Jole Bhasha Phool Song:

Who is the Singer of the song ‘Jole Bhasha Phool?

Hridoy Khan has sung the song “Jole Bhasha Phool“.

Who wrote the lyrics of the song? “Jole Bhasha Phool“?

S.A Haque Alik has written the lyrics of “Jole Bhasha Phool“.

Who is the Music Director of the song ‘Jole Bhasha Phool?

Sakib Sonet & Team directed the music of the song “Phire To Pabona”.

Spread the love

Leave a Comment