Jodi Bolo Lyrics in Bengali
যদি বল নদি হবো,
তারা হয়ে জ্বলে যাবো
পাখি হয়ে ধরা দেবো, বসে আছি (x2)
তোমাকে জানাতে, শোনাতে,
বোঝাতে পারাতে,
ভালো হয়, ভালো হয়, মিশে আছি (x2)
তোমাতে ..
ফিরে আসি যেতে যেতে,
তুমি যতবারই দূরে দূরে ঠেলে দিতে চাও
আমি থাকবো দাড়িয়ে,
রেখো হাতটা বাড়িয়ে (x2)
যদি বল ছায়া হয়ে যেতে পারি,
এলোমেলো আলো জ্বেলে দিতে পারি
যত ভালোবাসা ঢেলে দিতে পারি,
বসে আছি,
তোমাকে জানাতে, শোনাতে
বোঝাতে পারাতে,
ভালো হয়, ভালো হয়, মিশে আছি (x2)
তোমাতে ..
কেন যে মন কেমন তোমারই জন্যে হয়,
আমার এসোনা পালিয়ে এখনই ..
যেটুকু মন খারাপ তোমারই জন্যে হয়,
আমার যেটুকু মন ভালো, তোমারই।
যদি বল ছায়া হয়ে যেতে পারি,
এলোমেলো আলো জ্বেলে দিতে পারি,
যত ভালোবাসা ঢেলে দিতে পারি,
বসে আছি।
তোমাকে জানাতে, শোনাতেবোঝাতে পারাতে,ভালো হয়, ভালো হয়, মিশে আছি (x2)তোমাতে ..
Jodi Bolo Lyrics in English
Jodi bolo nodi hobo Tara hoye jole jabo
Pakhi hoye dhora debo Boshe achi..
Jodi bolo nodi hobo Tara hoye jwole jabo
Pakhi hoye dhora debo
Bose achi tomake janate shonate
Bojhate porate..
Bhalo hoy, bhalo hoy
Mishe achi tomate janate shonate
Bojhate porate.. Valo hoy, Valo hoy
Mishe achi tomate