Jharo Jharo Borishe Bari Dhara Lyrics | ঝরঝর বরিষে বারি ধারা লিরিক্স

Prothom Dekha Lyricsin Bengali

Song: Prothom Dekha
Singer:Iman Chakraborty
Language: Bengali Song

Jharo Jharo Borishe Bari Dhara Lyrics in Bengali

ঝরঝর বরিষে বারি ধারা
ঝরঝর বরিষে বারি ধারা,
হায় পথবাসী, হায় গতিহীন,
হায় গৃহহারা।
ঝরঝর বরিষে বারি ধারা
ঝরঝর বরিষে।।

ফিরে বায়ু হাহাস্বরে
ফিরে বায়ু হাহাস্বরে,
ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে
রজনী আঁধারা, রজনী আঁধারা।
হায় পথবাসী, হায় গতিহীন,
হায় গৃহহারা,
ঝরঝর বরিষে বারি ধারা
ঝরঝর বরিষে।।

অধীরা যমুনা তরঙ্গ-আকুলা
অকূলা রে, তিমির দুকূলা রে,
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা
অকূলা রে, তিমির দুকূলা রে,
নিবিড় নীরদ গগনে
গরগর গরজে সঘনে,
নিবিড় নীরদ গগনে
গরগর গরজে সঘনে,
চঞ্চল-চপলা চমকে
চঞ্চল-চপলা চমকে
নাহি শশী-তারা।
হায় পথবাসী, হায় গতিহীন,
হায় গৃহহারা,
ঝরঝর বরিষে বারি ধারা
ঝরঝর বরিষে বারি ধারা,
হায় পথবাসী, হায় গতিহীন,
হায় গৃহহারা।
ঝরঝর বরিষে বারি ধারা
ঝরঝর বরিষে।।

FAQ About Kholo Dwar Bodhua Song:

Who is the Singer of the song ‘Kholo Dwar Bodhua?

Iman Chakraborty has sung the song “Kholo Dwar Bodhua“.

Who wrote the lyrics of the song? “Kholo Dwar Bodhua“?

Rabindranath Tagore has written the lyrics of “Kholo Dwar Bodhua“.

Spread the love

Leave a Comment