Jekhane in Bengali
Song: Jekhane
Singer: Somlata Acharyya Chowdhury
Language: Bengali Song
যেখানে খুঁজে বেড়াই
সেখানে দেখা হলো কোথায়,
যেখানে খুঁজে বেড়াই
সেখানে দেখা হলো কোথায়,
মাঝপথে দারুন হাওয়ায়
চমকে থাকা ধুলোর ছায়ায়,
অচেনা কোনো ভিড় ঠেলে
খুঁজে পাই সেই চেনা চোখ ..
এই আড়াল থেকে দেখে দেখে
লাগছে তোমায় ভীষণ আপন,
যেন জনম জনম এমন করে
চলছে এই মৌন আলাপন,
ভিড় ঠেলে।
জানি না কোন আলোয়
আর কতটা অপেক্ষার পর,
ধোঁয়া ওড়া চায়ের কাপে
কথা হবে আমাদের..
নয় আড়াল থেকে দূরে দূরে
খুব কাছাকাছি আমরা দু’জন,
দাও হাত বাড়িয়ে হাতটা ধরে
নাও আমায় করে তোমার আপন
নিবিড়ে।
যেখানে খুঁজে বেড়াই
সেখানে দেখা হলো কোথায়?
FAQ About Jekhane Song:
Who is the Singer of the song ‘Jekhane?
Somlata Acharyya Chowdhury has sung the song “Jekhane“.
Who wrote the lyrics of the song? “Jekhane“?
Masud Hasan Ujjal has written the lyrics of “Jekhane“.
Who is the Music Director of the song ‘Amader Kothagulo’?
Masud Hasan Ujjal directed the music of the song “Amader Kothagulo”.