Jao Pakhi Bolo Lyrics | যাও পাখি বল লিরিক্স

Jao Pakhi Bolo in Bengali

Song: Jao Pakhi Bolo
Singer: Sreya Ghoshal & Pranab Biswas
Language: Bengali Song

যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে-কানাচ।

আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।

যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে কানাচ।

ও.. যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ,
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে-কানাচ।
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে.. হুঁ হুঁ হুঁ..

যাও পাখি বলো হাওয়া ছলো ছলো
আবছায়া জানলার কাঁচ।
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে-কানাচ।

আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি,
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ।

FAQ About Jao Pakhi Bolo Song:

Who is the Singer of the song ‘Jao Pakhi Bolo?

 Sreya Ghoshal & Pranab Biswas has sung the song “Jao Pakhi Bolo“.

Who wrote the lyrics of the song? “Jao Pakhi Bolo“?

Anindya Chatterjee & Chandril Bhattacharya has written the lyrics of “Jao Pakhi Bolo“.

Who is the Music Director of the song ‘Jao Pakhi Bolo?

Shantanu Moitra directed the music of the song “Jao Pakhi Bolo“.

Spread the love

Leave a Comment