Janina Ki Je Holo Janina Lyrics in Bengali
Song: Janina Ki Je Holo Janina
Singer: Srikanto Acharya
Language: Bengali Song
জানিনা জানিনা
লাল্লালা লালা লা
জানিনা
কিযে হলো জানিনা
কেন যে হলো জানিনা
জানিনা
জানিনা
কিযে হলো জানিনা
কেন যে হলো জানিনা
জানিনা
এই রঙে
সাজে এই পৃথিবী
মোনে হয় চিনিনা জানিনা
চেনা সুখ
ভুল হয় কেন যে বার বার
জানিনা
কিযে হলো জানিনা
কেন যে হলো জানিনা
জানিনা
কার চিঠি
কার ঘরে পৌঁছে যায়
কার কথা কে শোনে
ভুল করে জানিনা জানিনা
দাবা নল
জলে ওই সবুজে
ভুল সুরে পাখি গায়
কেন কিছু না বুঝে
এই রঙে
সাজে এই পৃথিবী
মনে হয় চিনিনা জানিনা
চেনা সুর
ভুল হয়
কেন যে
বার বার
জানিনা
কিযে হলো জানিনা
কেন যে হলো জানিনা
জানিনা
বেইআলির
আলো নেই আকাশে
ভালোবাসা খোঁজে পথ
এলোমেলো বাতাসে
বাতাসে কেন আজ
সব চোখে এত জল
দিশাহারা স্বপ্নের আজ
কেন হলো অসফল
এই রঙে
সাজে এই পৃথিবী
মনে হয় চিনিনা
জানিনা
চেনা সুর
ভুল হয়
কেন যে বার বার
জানিনা
কিযে হলো জানিনা
কেন যে হলো জানিনা
জানিনা।।