Hothat Ele in Bengali
Song: Hothat Ele
Singer: Rupankar Bagchi
Language: Bengali Song
হঠাৎ এলে, হঠাৎ হারিয়ে গেলে
হঠাৎ একটা দমকা হাওয়া এলো,
ভাসিয়ে দিলে সব ভাসিয়ে দিলে
এমন খেলা খেলে কি লাভ হলো ?
হঠাৎ সবই লাগলো ভীষণ ভালো
হঠাৎ করে উঠলো বুকে ঢেউ,
হঠাৎ আলোর ঝর্ণা ঝরে গেলো
হঠাৎ করে আপন হলো কেউ।
মাতিয়ে দিলে সব মাতিয়ে দিলে
পাগল করে ছাড়লে কেন বলো ?
এমন খেলা খেলে কি লাভ হলো ?
হঠাৎ করে এমন যদি হতো
দেখছি যা সব মিথ্যে হয়ে যায়,
তুমি ছিলে তুমি শুধু আছো
এটাই শুধু সত্যি হয়ে থাক।
হঠাৎ করে আগুন উঠলো জ্বলে
এক নিমেষে আকাশ হলো লাল,
যাচ্ছি বলে এইতো সেদিন গেলে
লাগছে তবু যেন কত কাল।
জ্বালিয়ে দিলে সব জ্বালিয়ে দিলে
তুমিও তবে আমার সঙ্গে চলো,
এমন খেলা খেলে কি লাভ হলো ?
হঠাৎ এলে, হঠাৎ হারিয়ে গেলে
হঠাৎ একটা দমকা হাওয়া এলো,
ভাসিয়ে দিলে সব ভাসিয়ে দিলে
এমন খেলা খেলে কি লাভ হলো ?
এমন খেলা খেলে কি লাভ হলো ?
এমন খেলা খেলে কি লাভ হলো ?
FAQ About Hothat Ele Song:
Who is the Singer of the song ‘Hothat Ele?
Rupankar Bagchi has sung the song “Hothat Ele”.
Who wrote the lyrics of the song? “Hothat Ele“?
Prabir Mukhopadhyay has written the lyrics of “Hothat Ele“.
Who is the Music Director of the song ‘Hothat Ele?
Debojyoti Bose directed the music of the song “Hothat Ele“.