Haway Paa Lyrics | হওয়ায় পা লিরিক্স | Rupam Islam

Haway Paa Lyrics in Bengali

Song: Haway Paa
Singer: Rupam Islam
Language: Bengali Song

ফিরব না, আমি ফিরব না
শুনেছি যে ডাক নিশাচরির
হুম.. ফিরব না, আমি ফিরব না
শুনেছি যে ডাক নিশাচরির
কার্নিষ বহুতল হালকা চোখের জল
তার চেয়ে হালকা শরীর।

জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস?
হাওয়ায় পা, আমার হাওয়ায় পা
আর বাতাসে আমার বিশ্বাস।
জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস?
হাওয়ায় পা আমার হওয়ায় পা
আর বাতাসে আমার।..

আর একবার, হ্যাঁ আর একবার
ঘুম আর তন্দ্রার সীমারেখায়,
দেখি নিশাচরি তুমি এসে
ডাকছো যেমন করে
মেঘ বৃষ্টি কে ডেকে যায়।

আর একবার, হ্যাঁ আর একবার
ঘুম আর তন্দ্রার সীমারেখায়,
দেখি নিশাচরি তুমি এসে
ডাকছো যেমন করে
মেঘ বৃষ্টি কে ফিরে চায়।

নিশাচরি তুমিওতো আকুল শুনিয়ো যে
শুধু তোমার প্ররোচনা,
হওয়ায় পা আমার হাওয়ায় পা
দিলাম হওয়ায় পা নির্দ্বিধায়।
জীবন আমার কাছে এখনো লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস ?
হওয়ায় পা আমার হাওয়ায় পা
আর বাতাসে আমার বিশ্বাস।
জীবন আমার কাছে এখনও লুকিয়ে আছে
জীবন কি সময়ের দাস?
হওয়ায় পা আমার হাওয়ায় পা
আর বাতাসে আমার।..

Haway Paa Lyrics in English

Firbo na ami firbo na
Shunechi je daak nishachorir
Phirbo na ami phirbona
Sunechi je daak nishachorir
Karnish bohutol halka chokher jol
Tar cheye halka shorir

Jibon amar kache ekhono lukiye ache
Jibon ki shomoy er Daash
Haway Paa Amar Haway Paa
Aar Batashe Amar Biswash
Haowaay Paa Amar Haowaay Paa
Aar Batase Amar..

..

FAQ Section:

Who is the Singer of the song ‘Haway Paa‘?

Rupam Islam has sung the song “Haway Paa“.

Who wrote the lyrics of the song? “Haway Paa“?

Rupam Islam written the lyrics of “Haway Paa“.

Who is the Music Director of the song ‘Haway Paa‘?

Rupam Islam directed the music of the song “Haway Paa“.

Spread the love

Leave a Comment