Haste Dekho Gaite Dekho in Bengali
Song: Haste Dekho Gaite Dekho
Singer: Somlata Acharyya Chowdhury
Language: Bengali Song
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে,
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব,
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর
আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর,
ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে,
আমার মাঝে আমি যেন শুধু লুকাই ..
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো,
দেখো না কেউ হাসি শেষে নীরবতা।
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা,
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে।
FAQ About Haste Dekho Gaite Dekho Song:
Who is the Singer of the song ‘Haste Dekho Gaite Dekho?
Somlata Acharyya Chowdhury has sung the song “Haste Dekho Gaite Dekho“.
Who wrote the lyrics of the song? “Haste Dekho Gaite Dekho“?
Latiful Islam Shibli has written the lyrics of “Haste Dekho Gaite Dekho“.
- O Shyam Jakhan Takhan Lyrics | ও শ্যাম যখন তখন লিরিক্স
- Shono Na Ruposhi Lyrics | শোননা রূপসী লিরিক্স
- Kotha Dilam Lyrics | কথা দিলাম লিরিক্স
- Ami Sei Meye Lyrics | আমি সেই মেয়ে লিরিক্স
- E Jibone Peyechi Je Aghat Hazar Lyrics | এ জীবনে পেয়েছি যে লিরিক্স