Ghoom Paranir Gaan Lyrics in Bengali
রাতের পর হবে সকাল ।
চাঁদের ঠোঁট ছোঁবে কপাল ।
সূর্য নাকি আসেনি গতকাল ।
রাতের পর হবে সকাল ।
চাঁদের ঠোঁট ছোঁবে কপাল ।
সারারাত খুলে রাখা জানলাতে
রূপকথারা আসে ।
সকালের রোদের কথা চুপিচুপি
শোনাতে ভালোবাসে ।
আমি থাকি পাশে পাশে ।
আমি থাকি পাশে পাশে ।
শুনেছি কোনোদিন কোনো দেশে
উঠেছে সূর্য ফের অবশেষে ।
নিয়ে যাবো চল তোকে
যেখানে আজ কাঁদেনি কেউ, সেখানেই ।
Ghoom Paranir Gaan Lyrics in English
Raater por hobe sokal.
Chander thont chobe kopal.
Surjyo naki aseni gotokal.
Raater por hobe sokal.
Chander thont chobe kopal.
Sara raat khule rakha janlate
Rupkotha ra asey.
Sokaler rouder kotha chupichupi
Shonate bhalobase.
Ami thaki pashe pashe.
Shunechi konodin kono deshe
Utheche surjyo pher obosheshe.
Niye jabo chol toke
Jekhane aaj kandeni kew, sekhanei.