Gaaner Jonmo Lyrics in Bengali
Song: Gaaner Jonmo
Singer: Rupam Islam
Language: Bengali Song
প্রতিটি কথাতেই গানের জন্ম
অতি অবলীলায় গল্প লেখা হয়,
লেখা হয়, লেখা হয়..
যে তারে বাঁধা পড়ে সুরের ধর্ম..
সে ঝংকারে প্রতি ভাবনা বাঙময় (x2)
প্রতিটি যতিতেই লুকোনো সুখ আছে
বিরতিতে সে খোঁজ পেলে কি পেলে না,
পেলে না, পেলে না..
ধানের শিষে নাচে শিশির বিন্দু
পাড়ার যোগী তাই ভিক্ষে, মেলে না
অভিযানে যাবে ? সে যাবে যাও না
অভিমানের কথাও ভাবলে পারতে..
আগ্রাসী অহং বাহির পানে ধায়
কাঁদার সুখ পেলে ওসব ছাড়তে
প্রতিটি তন্ত্রের যন্ত্র অন্তরে
অযথা অহেতুক ক্ষণিক-উত্তেজনায়,
উত্তেজনায়, উত্তেজনায়..
প্রতিটি স্নান-ঘরে লুকোয় শত কীট
ওরাই স্নেহ ঢালে কোটি আবর্জনায়
প্রতিটি অক্ষরে সোজাসুজি বা বাঁকায়
নীলাভ ডিজিটাল বৃষ্টি পড়ছে,
বৃষ্টি পড়ছে..
ঠাহর করে শোনো, যান্ত্রিকতাটাও
অপ্রকাশিত গান রচনা করছে
সম্ভাবনাময় প্রতিটি নীরবতা
প্রতিটি অপাঙ্গে দৃশ্যমান সুর
প্রতিটি আয়নাই পথের উদগাতা
যে পথে পৌঁছবে দিকশূন্যপুর
অভিযানে যাবে ? সে যাবে যাওনা
তবুও অভিমানে ভিজলে পারতে
আগ্রাসী অহং লুব্ধ বসুধায়
ঘুমের সুখ পেলে ওসব ছাড়তে
ঘুমের সুখ পেলে ওসব ছাড়তে
কাঁদার সুখ পেলে ওসব !!
Gaaner Jonmo Lyrics in English
Protiti kotha te gaaner jonmo
Oti obolilay golpo lekha hoy
lekha hoy , lekha hoy,
Je taare badha pore surer dhormo
Se jhonkare proti vabna bangmoy
Protiti jotitei lukono sukh ache
Birotite ses ukh pele ki pele na
pele na, pele na,
Dhaner sishe naache shihir bindu
Parar jogi tai vikkhey mele na
Obhimaan e jabe? se jabe jao na
Obhimaaner kothao vable parte
Ograshi ohong bahir paane dhaay
Kandar sukh pele oshob charte
protiti tronter jontro antore
ajotha ahatuk khanik uttejonai
uttejonai uttejonai
protiti snan ghore lukoi sato ket
orai sneho dhale aborjonai
protiti okhore sojasuji ba bakai
nelavo degital bristi poreche
bristi poreche
thahor kore sono jantriktatao
aprokasito gan rachona koreche
sambhabona moi protiti nirobota
protiti apange drishoman sur
protiti aynai pother udgatha
je pothe pouchobe diksunnopur
avijan a jabe? se jabe jouna
tabuo oviman a vijle parte
agrasi ahong lubdho bosudhai
gumer sukh pale osob charte
gumer sukh pale osob charte
kader sukh pale osob..
..
FAQ Section:
Who is the Singer of the song ‘Gaaner Jonmo‘?
Rupam Islam has sung the song “Gaaner Jonmo“.
Who wrote the lyrics of the song? “Gaaner Jonmo“?
Rupam Islam written the lyrics of “Gaaner Jonmo“.
Who is the Music Director of the song ‘Gaaner Jonmo‘?
Rupam Islam directed the music of the song “Gaaner Jonmo“.