Song: Ga Chhunye Bolchhi
Singer: Anupam Roy
Language: Bengali Song
Ga Chhunye Bolchhi in Bengali
বলো কেমন তোমার মন মেজাজ
আমি এই গলির তীরন্দাজ,
সে যে ভাবছি,
কাল বিকেলে ধরবো হাত
বাক্যবানে করবো কাত,
ভাবছি যত তার ও বেশি ঘামছি।
তোমার বাবার উচ্চস্বর
যেন কংশরাজের বংশধর,
শুধু কাশছে,
অফিস যাওয়ার নামটি নেই
বারান্দা তে ফোন হাতেই,
আমার দিকে বিশ্রী ভাবে তাকাচ্ছে
আমি তোমার গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে আমার,
গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে,
মাসিমা-র পা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে আমার,
গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে।।
পুজোর আগে নীল আকাশ
গান শোনানোর অবকাশ,
ভালো লাগছে,
তোমার নাটকের পঙ্গপাল
রিহার্সালে নাজেহাল,
ফালতু সবার সময় গুলো খাচ্ছে।
তার চেয়ে এসো মাঝ দুপুর
ছিপ ফেলেছি ওই পুকুর,
তুমি আসবে,
একটা সিন্ তো লিখতে দাও
তার পরে ডিসিশন নাও,
রাখবে কি না অন্য কোথাও থাকবে।
আমি তোমার গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে আমার,
গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে,
মাসিমা-র পা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে আমার,
গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে।।
পাশ কাটিয়ে যাচ্ছ রোজ
দেখাচ্ছ তুমি অস্বাভাবিক ব্যাস্ত,
তুমি কি দেখতে পাও না ?
নাকি তুমি দেখতে চাও না ?
থাক আমি দূরে চলে যাই।
আমার ও ইগো আছে
আমার ও ইগো আছে,
ওগো আমার ইগো আছে ..
ইগো ফিগো ফেলে গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে, আমার
গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে,
মাসিমা-র পা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে আমার,
গা ছুঁয়ে বলছি,
তোমায় দারুন লাগে।।
FAQ About Ga Chhunye Bolchhi Song:
Who is the Singer of the song ‘Ga Chhunye Bolchhi?
Anupam Roy has sung the song “Ga Chhunye Bolchhi”.
Who wrote the lyrics of the song? “Ga Chhunye Bolchhi“?
Anupam Roy has written the lyrics of “Ga Chhunye Bolchhi“.
Who is the Music Director of the song ‘Ga Chhunye Bolchhi?
Anupam Roy directed the music of the song “Ga Chhunye Bolchhi“.