Fagun Ailo Phul Bagane Lyrics | ফাগুন আইলো ফুল বাগানে লিরিক্স

Fagun Ailo Phul Bagane in Bengali

Song: Fagun Ailo Phul Bagane
Singer: Bindu Kona
Language: Bengali Song

ফাগুন আইলো ফুলবাগানে
মনে যেন লাগলো টান
হায়রে, মনে যেন লাগলো টান,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম।
(লিখলাম বন্ধু তোরই নাম
আমি লিখলাম বন্ধু তোরই নাম)

ফাগুন আইলো ফুলবাগানে
মনে যেন লাগলো টান
হায়রে, মনে যেন লাগলো টান,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম।।

নকশীকাঁথার ভাঁজে ভাঁজে
কত স্বপ্ন যাই এঁকে,
শীতের কালে তোরে ভেবে
জড়াই তারে এই বুকে।
(জড়াই তারে এই বুকে
আমি জড়াই তারে এই বুকে)

নকশীকাঁথার ভাঁজে ভাঁজে
কত স্বপ্ন যাই এঁকে,
শীতের কালে তোরে ভেবে
জড়াই তারে এই বুকে।

মন ভিজানো কালি দিয়া, হো..
মন ভিজানো কালি দিয়া
প্রেমের ভাষায় মারবো বাণ, হায়রে
প্রেমের ভাষায় মারবো বাণ,
বন্ধুরে তুই আমায় ভুইলা
করিস না তো অভিমান,
বন্ধুরে তুই আমায় ভুইলা
করিস না তো অভিমান।

ফাগুন আইলো ফুলবাগানে
মনে যেন লাগলো টান
হায়রে, মনে যেন লাগলো টান,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম।।

বর্ষাকালে দিঘির জলে
ওঠে যদি ঝড়-তুফান,
কমল হইয়া ঢেউয়ের তালে
ডাকবো সেথায় খুশির বান।
(ডাকবো সেথায় খুশির বান
আমি ডাকবো সেথা খুশির বান)

ওরে, বর্ষাকালে দিঘির জলে
ওঠে যদি ঝড়-তুফান,
কমল হইয়া ঢেউয়ের তালে
ডাকবো সেথায় খুশির বান।

তুই যে আমার মনে মাঝি হো..
তুই যে আমার মনে মাঝি
লিইখাছি যে তোরই নাম
হায়রে লিইখাছি যে তোরই নাম,
তোর লাগিয়া মরতে পারি
যায় যদি যাক কুলমান,
তোর লাগিয়া মরতে পারি
যায় যদি যাক কুলমান।

ফাগুন আইলো ফুলবাগানে
মনে যেন লাগলো টান
হায়রে, মনে যেন লাগলো টান,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম,
কলিজাতে দাগ কাটিয়া
লিখলাম বন্ধু তোরই নাম।।

FAQ About Fagun Ailo Phul Bagane Song:

Who is the Singer of the song ‘Fagun Ailo Phul Bagane‘?

Bindu Kona has sung the song “Fagun Ailo Phul Bagane“.

Who wrote the lyrics of the song? “Fagun Ailo Phul Bagane“?

Jahirul Islam Badal has written the lyrics of “Fagun Ailo Phul Bagane“.

Who is the Music Director of the songFagun Ailo Phul Bagane‘?

A H Turjo directed the music of the song “Fagun Ailo Phul Bagane“.

Spread the love

Leave a Comment