Eto Kichu Bojho Lyrics | এত কিছু বোঝো লিরিক্স

Eto Kichu Bojho in Bengali

Song: Eto Kichu Bojho
Singer: Hridoy Khan
Language: Bengali Song

মন ভাঙা, মন গড়া
কিছুতেই নেই যে প্রেম।

মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে..

এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোঁজো আমায়
তো খোঁজো না।

I just wanna tell you
How much i love you

যত দূরে যেতে চাও
ভেসে চলে যাও, এই মনেরি ছায়ায়,
রবে তোমাকে ঘিরে, তুমি আসবেই ফিরে
এই মনেরি মায়ায়।

মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে

এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোজো আমায়
তো খোজো না।

আমি দুহাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
বিরহী প্রতিক্ষন,
তুমি রাঙা চরনে আমার সিথানে
এসে দাড়াও কখন।

মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে..

এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোঁজো আমায়
তো খোঁজো না।

মন ভাঙা, মন গড়া
কিছুতেই নেই যে প্রেম

মনেরি মনি কোঠায় সাজানো যে থাকবে
এত কিছু বোঝো আর মন বোঝো না
কত কিছু তুমি খোজো
আমায় তো খোজো না।

FAQ About Eto Kichu Bojho Song:

Who is the Singer of the song ‘Eto Kichu Bojho?

Hridoy Khan has sung the song “Eto Kichu Bojho“.

Who wrote the lyrics of the song? “Eto Kichu Bojho“?

Milon Mahmud has written the lyrics of “Eto Kichu Bojho“.

Who is the Music Director of the song ‘Eto Kichu Bojho’?

B U Shuvo directed the music of the song “Eto Kichu Bojho”.

Spread the love

Leave a Comment