Ekta Kotha Bolbo in Bengali
Song: Ekta Kotha Bolbo
Singer: Babul Supriyo, Shreya Ghoshal
Language: Bengali Song
একটা কথা বলবো যদি রাখো,
কি ?
তোমার মনে ও আমার ছবি আঁকো
আচ্ছা !!
একটা কথা বলবো যদি রাখো,
হুঁ হুঁ !!
তোমার মনে ও আমার ছবি আঁকো
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
স্বপ্নেরই সাত রং দিয়ে ছবি আঁকবো
মনে রাখবো, মনে রাখবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো যদি রাখো,
তোমার মনে ও আমার ছবি আঁকো।
চলোনা দুরে কোথাও, যাই দুজনে মিলে
এমনে জাগে যে ভয়, পথ হারিয়ে গেলে
তবুও যদি গো চাও আজ হারাতে রাজি
ও আমি তো আছি পাশে তোমার কাছাকাছি
এ কথা মন জানালো, বন্ধু দুহাত বাড়ালো
আজ নতুন দিনের আলো
বন্ধু তোমায় চেনালো
ভুলবোনা এ দিনটাকে, লিখে রাখবো
মনে রাখবো, মনে রাখবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো ভেবেছিলাম
আচ্ছা, কি কথা ?
নেই তো মনে ইশ ভুলে গেলাম
বা রে !!
কত যে কথা তোমায়
আমি জানাবো ভাবি
কিছু তো বলা হোলো
কিছু থাকনা বাকি
এভাবে যেন হাঁসি দেখি তোমারি মুখে
তুমিও সুখি জানি আজ আমারি সুখে
ওই হাসি কিছু জানালো জীবনটাকে চেনালো
আজ সবি লাগছে ভালো স্বপ্ন চিঠি পাঠালো
চিরদিন প্রিয় বন্ধুকে মনে রাখবো,
পাশে থাকবো, পাশে থাকবো
মনে রাখবো, মনে রাখবো।
একটা কথা বলবো যদি রাখো,
হুঁ হুঁ, শুনি !
তোমার মনে ও আমার ছবি আঁকো
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
নেই কাছে যে রং তুলি
ভাবছি তোমায় কি বলি
স্বপ্নেরই সাত রং দিয়ে ছবি আঁকো
মনে রাখবো, মনে রাখবো..
FAQ About Ekta Kotha Bolbo Song:
Who is the Singer of the song ‘Ekta Kotha Bolbo?
Babul Supriyo, Shreya Ghoshal has sung the song “Ekta Kotha Bolbo“.
Who wrote the lyrics of the song? “Ekta Kotha Bolbo“?
Priyo Chattopadhyay has written the lyrics of “Ekta Kotha Bolbo“.
Who is the Music Director of the song ‘Ekta Kotha Bolbo?
Jeet Gannguli directed the music of the song “Ekta Kotha Bolbo“.
- Toka Dile Lyrics |টোকা দিলে লিরিক্স
- Ei Fagune Lyrics |এই ফাগুনে লিরিক্স
- Raja Rani Rajkumari Lyrics |রাজা রানী রাজকুমারী লিরিক্স
- Dine Dine Tui Lyrics |দিনে দিনে তুই লিরিক্স
- Bidaay Lyrics |বিদায় লিরিক্স