Ekta Gopon Kotha in Bengali
Song: Ekta Gopon Kotha
Singer: Topu
Language: Bengali Song
একটা গোপন কথা ছিলো বলবার
বন্ধু সময় হবে কি তোমার?
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলোনা আবার।
মুখে ভালোবাসি না বলে,
মনেতে প্রেম নিয়ে চলে, আছে অনেকেই
এতদিন ছিল সাধারন তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়,
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।।
ভেবেছি তা এবার যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার,
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে
চাইবো আমার অধিকার।
কপালে যা আছে লেখা,
মনে যদি পাইও ব্যাথা
দেখে নেবো আমি এর শেষ,
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভালো আছি এই বেশ।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়,
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।।
প্রতিদিন এগলি অগলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত,
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে
দেখো ছেলেটাও পরে ফুল হাতা শার্ট।
এই দেখে হাসাহাসি গানটাকে ভালোবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার,
কখনো বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়,
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।।
FAQ About Ekta Gopon Kotha Song:
Who is the Singer of the song ‘Ekta Gopon Kotha?
Topu has sung the song “Ekta Gopon Kotha“.
Who wrote the lyrics of the song? “Ekta Gopon Kotha“?
Topu has written the lyrics of “Ekta Gopon Kotha“.
Who is the Music Director of the song ‘Ekta Gopon Kotha?
Topu directed the music of the song “Ekta Gopon Kotha”.