Ekhono Sei Brindabone Lyrics |এখনো সেই বৃন্দাবনে লিরিক্স

Song: Ekhono Sei Brindabone
Singer: Tina Ghoshal
Language: Bengali Song

Ekhono Sei Brindabone in Bengali

এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে।

কালার বাঁশি শুনে বনে বনে
বাঁশি শুনে বনে বনে, ময়ূর নাচে রে,
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে।

এখনও সে গাভীগুলি, গোচরণে ছড়ায় ধূলি
এখনও সে গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
সখার সনে কোলাকুলি,
সখার সনে কোলাকুলি রাখাল রাজে রে..
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে।

এখনও সেই নীল যমুনায়
জল আনিতে যায় ললনায়,
আজও সেই নীল যমুনায়
জল আনিতে যায় ললনায়,
কৃষ্ণ আসে সেই ছলনায়
কৃষ্ণ আসে সেই ছলনায় কদম তলে রে ..
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে।

এখনও সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
এখনও সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
অষ্ট সখীর শিরোমণি,
অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে..
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে।

এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা
এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা
গাঁথিয়া বনফুল মালা
গাঁথিয়া বনফুল মালা বন মাঝে রে..
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।

আশা ছিলো মনে মনে, যাবো আমি বৃন্দাবনে
আশা ছিলো মনে মনে যাবো আমি বৃন্দাবনে
ভবা পাগলা মায়ের কোলে
ভবা পাগলা মায়ের কোলে, কোন সাধনায় রে ..
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।

FAQ About Ekhono Sei Brindabone Song:

Who is the Singer of the song ‘Ekhono Sei Brindabone?

Anupam Roy has sung the song “Ekhono Sei Brindabone”.

Who wrote the lyrics of the song? “Ekhono Sei Brindabone“?

Bhaba Pagla  has written the lyrics of “Ekhono Sei Brindabone“.

Who is the Music Director of the song ‘Ekhono Sei Brindabone?

 Bhaba Pagla  directed the music of the song “Ekhono Sei Brindabone“.

Spread the love

Leave a Comment