Song: Eka Adharer Jatri
Singer: Zahed
Language: Bengali Song
Eka Adharer Jatri in Bengali
তোমাদের আজ শোনাবো
নতুন এক গল্প,
যা অনেক আগেই লেখা ছিল কোথাও।
নির্ঘুম কত রাত্রি
একা আঁধারের যাত্রী,
যে ছিল আজও আছে এ ধরায়।
জোছনা গায়ে আলো আঁধারের সাথে
অন্তহীন আলাপ পথ চলতে রাতে,
অবাক এই শহরটা ঘুমিয়ে গেছে কবে
তাইতো আছি পাহারায় আমি।
যদি স্বপ্নটাকে শেকল পরাই
খোলা আকাশে হাতনা বাড়াই,
মায়ারাও তখন মুছে যাবে
জীবনটাও রং হারাবে।
কে আছো আজ আমার সাথে
সঙ্গ দেবে রাতটা জেগে,
বিনিময় শুধু ভালবাসা
বেঁচে থাকার কারণ পাবে।
তার শীতল হাতটা ধরে
হেঁটে গেছি বহুদূরে,
এমনটাই তো কথা ছিল হওয়ার।
নিবিড় করে চেয়েছি
শুধু তারই জন্যে গেয়েছি,
যত গান আর গল্প লিখেছি।
সাগরের বুকে নীল জোছনায়
অসীম আলিঙ্গন আজো আমাকে জানায়,
হারিয়ে যাওয়ার সময় যেন তুলে রাখা হয়
স্মৃতিতে তার আমরা সবাই স্বপ্ন কোরাস গাই।
ও ও ও….
তোমরাও এই গানটা গাইবে
একই সুরে স্বপ্নের কোরাসে,
গল্পটা আজ বিলিয়ে দিলাম
চোখ বুঁজে তোমাদের মাঝে।
যাচ্ছি আমি এবার
সময় হল যাওয়ার,
খুঁজে নিও আমায়
ওই তারাদের মেলায়।
FAQ About Toy Train Song:
Who is the Singer of the song ‘Eka Adharer Jatri ?
Zahed has sung the song “Eka Adharer Jatri “.
Who wrote the lyrics of the song? “Eka Adharer Jatri “?
Zahed has written the lyrics of “Eka Adharer Jatri “.
Who is the Music Director of the song ‘Eka Adharer Jatri ?
Zahed directed the music of the song “Eka Adharer Jatri “.