Ei To Shedin Tumi Lyrics |এই তো সেদিন তুমি লিরিক্স

Ei To Shedin Tumi in Bengali

Song: Ei To Shedin Tumi
Singer: Rupankar Bagchi
Language: Bengali Song

এই তো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি,
এই তো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি,
আমি তো বিভরতায় হৃদয় বসতি পাই
আমি তো বিভরতায় হৃদয় বসতি পাই
স্বপ্ন পূরণ-ভিতে স্বর্গভূমি।
এইতো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি।।

অন্তরে অন্তরে এ যেন কোন মন্তরে
অভিমান দূরে সরে অনুরাগ আসে ভরে,
অন্তরে অন্তরে এ যেন কোন মন্তরে
অভিমান দূরে সরে অনুরাগ আসে ভরে,
বুকেরও কান্না হেসে, প্রাণেরও ঝর্ণা মেশে
বুকেরও কান্না হেসে, প্রাণেরও ঝর্ণা মেশে
আসলে সহজ তুমি, পেলাম আমি।
এই তো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি।।

চমক জাগিল প্রাণে, আকাশ ভরলো গানে
মনেরও মেঘেরও কাশে শরৎ নীল পূজো আসে,
চমক জাগিল প্রাণে, আকাশ ভরলো গানে
মনেরও মেঘেরও কাশে শরৎ নীল পূজো আসে,
হৃদয় মথিত প্রেমে, স্বর্গ আসে যে নেমে
হৃদয় মথিত প্রেমে, স্বর্গ আসে যে নেমে
এভাবে যে খুঁজে নিলাম আমার আমি।

এই তো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি,
আমি তো বিভরতায় হৃদয় বসতি পাই
আমি তো বিভরতায় হৃদয় বসতি পাই
স্বপ্ন পূরণ-ভিতে স্বর্গভূমি।
এই তো সেদিন তুমি আমার কপোল চুমি
জানালে সহজ করে তোমার তুমি।।

FAQ About Ei To Shedin Tumi Song:

Who is the Singer of the song ‘Ei To Shedin Tumi?

Rupankar Bagchi has sung the song “Ei To Shedin Tumi”.

Spread the love

Leave a Comment