Ei Mom Jochonay Ongo Vijiye Lyrics | এই মোম জোছনায় লিরিক্স

Ei Mom Jochonay Ongo Vijiye in Bengali

Song: Ei Mom Jochonay Ongo Vijiye
Singer: Arati Mukherjee
Language: Bengali Song

এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি।

জাফরানি ওই আলতা ঠোঁটে,
মিষ্টি হাসির গোলাপ ফোটে
মনে হয় বাতাসের ঐ দিলরুবাতে,
সুর মিলিয়ে আলাপ ধরি।
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি।

এই রূপসী রাত আর ঐ রূপালী চাঁদ
বলে জেগে থাকো
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো।
মখমলের ঐ সুজনি ঘাসে,
বসলে না হয় একটু পাশে
মনেহয় মহুয়ারই আতর মেখে,
তোমার কোলে ঘুমিয়ে পড়ি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ,
সারারাত আকাশে সলমা-জরি
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে,
এসো না গল্প করি,
ও.. এসো না গল্প করি।

FAQ About Ei Mom Jochonay Ongo Vijiye Song:

Who is the Singer of the song ‘Ei Mom Jochonay Ongo Vijiye?

 Arati Mukherjee has sung the song “Ei Mom Jochonay Ongo Vijiye“.

Who wrote the lyrics of the song? “Ei Mom Jochonay Ongo Vijiye“?

Gauriprasanna Mazumder has written the lyrics of “Ei Mom Jochonay Ongo Vijiye“.

Who is the Music Director of the song ‘Ei Mom Jochonay Ongo Vijiye?

Nachiketa Ghosh directed the music of the song “Ei Mom Jochonay Ongo Vijiye“.

Spread the love

Leave a Comment