Ei Je Akash in Bengali
Song: Ei Je Akash
Singer: Kumar Sanu And Mohammed Aziz
Language: Bengali Song
এই যে আকাশ আর এই যে মাটি
সবই যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই
গায় গো তোমারি জয় গান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
বিপদে আপদে তাই দলে দোলে
তোমার চরণ ছুঁতে মানুষ চলে
তোমার স্মরণ নিলে দুঃখী আর দুখ
হাসি মুখে জানি তুমি করে দেবে ত্রাণ।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
শপথের জল নিয়ে চলেছি যে তাই
তোমার মাথায় তাকে ছড়াতে যে চাই
আসুক যতই কেন প্রলয় বাধা
মেটাও মনের আশা ওগো ভগবান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
তুমি শেখালে নাথ পিতা স্বর্গ
পিতারই কারনে নিয়ে চলি অর্ঘ্য
পরম পিতার কাছে এতো নিবেদন
বিফল করোনা ওগো করোনা নিদান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
বাঁচিয়েছো কত তুমি অকাল মরণ
আমার মানদ শুধু একটি জীবন
কত পাপী কত তাপি হলো উদ্ধার
বাঁচাও একটি ভালো মানুষের প্রাণ।
এই যে আকাশ আর এই যে মাটি
সবই যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই
গায় গো তোমারি জয় গান।
প্রণাম তোমায় যে তারকেশ্বর,
তোমার আসন জানি সবার উপর।
FAQ About Ei Je Akash Song:
Who is the Singer of the song ‘Ei Je Akash?
Kumar Sanu And Mohammed Aziz has sung the song “Ei Je Akash“.
Who wrote the lyrics of the song? “Ei Je Akash“?
Pulak Bandhyapadhya has written the lyrics of “Ei Je Akash“.
Who is the Music Director of the song ‘Ei Je Akash?
Bapi Lahiri directed the music of the song “Ei Je Akash“.