Ei Janame Amra Achi Lyrics |এই জনমে আমরা আছি লিরিক্স

Song: Ei Janame Amra Achi
Singer: Bappi Lahiri & Lata Mangeskar
Language: Bengali Song

Ei Janame Amra Achi in Bengali

এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।

এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার,
হৃদয় ভরে রেখে যাবো
প্রানের ছোঁয়া এই ভালোবাসা,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।।

যুগে যুগে এই দুজনে
জন্ম নেবো এই ভুবনে।
আমরা যাতে নতুন করে
এক হয়ে রই দুজনায়,
হৃদয় ভরে রেখে যাবো
প্রানের ছোঁয়া এই ভালোবাসা।

তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।

এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার।।

তুমি আমি আর ভালোবাসা
হাসি গান আর আলো আশা।
কখনো কোথায় কোনোদিনও
শেষ হতে যে পারবেনা আর,
হৃদয় ভরে রেখে যাবো
প্রানের ছোঁয়া এই ভালবাসা।

তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার,
তুমি থাকবে আমার
আমি থাকবো তোমার।
এই জনমে আমরা আছি
আর জনমে থাকবো আবার।।

FAQ About Ei Janame Amra Achi Song:

Who is the Singer of the song ‘Ei Janame Amra Achi?

Bappi Lahiri & Lata Mangeskar has sung the song “Ei Janame Amra Achi”.

Who wrote the lyrics of the song? “Ei Janame Amra Achi“?

Pulak Bandhyapadhya has written the lyrics of “Ei Janame Amra Achi“.

Who is the Music Director of the song ‘Ei Janame Amra Achi?

 Bappi Lahiri directed the music of the song “Ei Janame Amra Achi“.

Spread the love

Leave a Comment