Song: Ei Fagune
Singer: Robiul Islam Jibon
Language: Bengali Song
Ei Fagune in Bengali
এই ফাগুনে আমি
তোমার মনের বাড়ি যাবো।
প্রেমেরই রঙে রঙে
তোমায় আমি রাঙাবো।
তোমার মতো এমন মানুষ
কোথায় আমি পাবো ..
কোথায় আমি পাবো
কোথায় আমি পাবো,
কোথায় আমি পাবো ও..
এই ফাগুনে আমি
তোমার মনের বাড়ি যাবো।
প্রেমেরই রঙে রঙে
তোমায় আমি রাঙাবো।।
দূরে গেলেও যেন তুমি
থাকো অনেক কাছে,
তোমার জন্য বুকে আমার
প্রেম যে জমা আছে।
ও.. বুঝবে আমি কত
আপন তোমার যদি ভাবো ..
কোথায় আমি পাবো
কোথায় আমি পাবো,
কোথায় আমি পাবো ও..
এই ফাগুনে আমি
তোমার মনের বাড়ি যাবো।
প্রেমেরই রঙে রঙে
তোমায় আমি রাঙাবো।।
তোমার মনের ভালো মন্দ
সবই আমি বুঝি,
দুচোখ বুজে সারা নিশি
স্বপ্নে তোমায় খুঁজি।
বুঝবে আমি কত
আপন তোমার যদি ভাবো ..
কোথায় আমি পাবো
কোথায় আমি পাবো,
কোথায় আমি পাবো ও..
এই ফাগুনে আমি
তোমার মনের বাড়ি যাবো।
প্রেমেরই রঙে রঙে
তোমায় আমি রাঙাবো।।
FAQ About Dine Dine Tui Song:
Who is the Singe Imran And Oyshee of the song ‘Dine Dine Tui?
Imran And Oyshee has sung the song “Dine Dine Tui”.
Who wrote the lyrics of the song? “Dine Dine Tui“?
Robiul Islam Jibon has written the lyrics of “Dine Dine Tui“.
Who is the Music Director of the song ‘Dine Dine Tui?
Imran Mahmudul Imran Mahmuduldirected the music of the song “Dine Dine Tui“.