Ebare Mukh Tolo Lyrics |এবারে মুখ তোলো লিরিক্স

Song: Ebare Mukh Tolo
Singer: Ishan Mitra
Language: Bengali Song

Ebare Mukh Tolo in Bengali

শোধরানো যাবেনা জানি কোনো ভুল
পাশে তাও, থাকতে দাও আমাকে এক চুল,
প্রিয় কষ্ট দিয়ে যা ফেলেছি
ক্ষমা করে দাও,
আজ আমাকে তুমি ফের নাও, সঙ্গে নাও।

কষ্ট আছে যত, কষ্ট থতমত
সব এবারের মতো ভোলো,
আলতো অভিমানে, ঝড় বাদলের টানে
সন্ধ্যা হলো এবারে মুখ তোলো।।

মিছিমিছে পথ হারালো পথের দোটানায়
সময় চলে গেলো কবে বাতিলের খাতায়,
সবই দিতে চাইছি তবু বাকি থেকে যায়
মনের পাড়ায় মনে পড়ে কেবলই তোমায়।

প্রিয় কষ্ট দিয়ে যা ফেলেছি
ক্ষমা করে দাও,
আজ আমাকে তুমি ফের নাও, সঙ্গে নাও।

কষ্ট আছে যত, কষ্ট থতমত
সব এবারের মতো ভোলো,
আলতো অভিমানে, ঝড় বাদলের টানে
সন্ধ্যা হলো এবারে মুখ তোলো।।

FAQ About Ebare Mukh Tolo Song:

Who is the Singer of the song ‘Ebare Mukh Tolo?

Ishan Mitra has sung the song “Ebare Mukh Tolo”.

Who wrote the lyrics of the song? “Ebare Mukh Tolo“?

Ritam Sen has written the lyrics of “Ebare Mukh Tolo“.

Who is the Music Director of the song ‘Ebare Mukh Tolo?

 Amit  directed the music of the song “Ebare Mukh Tolo“.

Spread the love

Leave a Comment