E Sudhu Khela Noy Lyrics in Bengali
এ ধুলাে পায়ে পায়ে আদর দেয়, কপালে জয়টীকা।
তেত্রিশ কোটি বুকের সমন বলে আমরা নই একা
রাত জাগে নিদ্রাহীন সওয়ার জিতবাে আমরা ঝড়িয়ে ঘাম
চাই চাই রক্তক্ষরণের দাম জিতবাে আমরা ঝড়িয়ে ঘাম
শিরায় শিরায় উপশিরায় রক্তে আগুন আজ ছুটতে চায়
শুধু বােঝে সুখ তােলপাড় বুক, আদরে মাটির স্বাধীন মুখ
স্ফুলিঙ্গ আমরা এই এগারােজন।
আজ দাবানল হবে বলছে মন বলছে মন
লাল মুখাে ওই রক্তবীজের ঝাড়
হিম্মত থাকেতাে ফের মাটি কার।
আজ মুক্তি খুঁজবাে ওদের জালে
মাটির শপথ মহাকালে
আজ এ খেলা শুধু খেলা নয় শুধু খেলা নয় এ খেলা নয়
সংগ্রাম
তােদের বেড়ি শেকলখাঁচা আজ উস্কে দিচ্ছে নতুন বাঁচা
ততাদের বেড়ি শেকলখাঁচা আজ উস্কে দিচ্ছে নতুন বাঁচা
সংগ্রাম
সঙ্কল্পবদ্ধ হাতের মুঠো, আজ আমরা ঝড় তােরা খড়কুটো
সংগ্রাম সংগ্রাম
আগাম চিঠি দিয়ে আনবাে তাের, সজোরে খুলবাে সব বন্ধ ডাের
আজ এ খেলা শুধু খেলা নয় শুধু খেলা নয় শুধু খেলা নয়
সংগ্রাম
আজ খেলা এ খেলা খেলা প্রাণের বাজি
শহীদ হতেও হতেও আজকে আমরা রাজি
আজ খেলা এ খেলা এখেলা প্রাণের বাজি
শহীদ হতেও হতেও আজকে আমরা রাজি
আজ খেলা এ খেলা। খেলা প্রাণের বাজি
শহীদ হতেও হতেও আজকে আমরা রাজিআজ খেলা এ খেলা। খেলা প্রাণের বাজি