E Path Geche Beke Lyrics in Bengali
Song: E Path Geche Beke
Singer: Taalpatar Shepai
Language: Bengali Song
এ পথ গেছে বেঁকে
কি ছবি যে এঁকে কে জানে?
আজ মন হয়ে তুলি
আকাশি চোরাবালি আনমনে।
যত স্মৃতি, কত কি সাথে নিয়ে
কত রাত নদী হয়ে যায় যে বয়ে..
কে চায়……
এ মনের হিসেব কি ওই মন রাখে
শত তারায় তারায়
আজও খুঁজছি তাকে।
কত তোমার কত কথা
রূপসী রূপকথা
বলো তাই…
আমি থাকি একা সঙ্গে
তবু তোমার তরঙ্গে ভেসে যাই
ফিরে আসি বারে বারে সব ভেঙ্গে…
কত না পাওয়া, আজ পাওয়ার রঙে
এই মন জানে পথ ভোলার মানে
কে চায়..
এ মনের হিসেব কি ওই মন রাখে
শত তারায় তারায়
আজো খুঁজছি তাকে হায়…
আমি জানি তুমি আসবে
ভালোবাসা ভালোবাসবে
বলো তাই?
পথ খুঁজি তবু বুঝি
সেই তুমি শুধু তুমি
আশ্রয়..
শত স্মৃতি ভেজাল অঝোরে
আমি অচেনা আজ আমার ঘরে
হয়ে নিঃস্ব আমার অগোচরে
কে চায়?
এ মনের হিসেব কি
ওই মন রাখে?
শত তারায় তারায়
আজো খুঁজছি তাকে
এ মন যে জানে পথ ভোলার মানে
কে জানে তুমি কেন আমার মানে
E Path Geche Beke Lyrics in English
E poth geche beke
Ki chobi j eke k jane?
Aj mon hoye tuli
Akashi chorabali anmone
Joto smriti koto ki sathe nia
Koto rat nodi hoye jay j boye..
K chai….
E moner hiseb ki oi mon rakhe
Shoto tarai tarai
Aj o khujchi take
Koto tomar koto kotha
Ruposi rupkotha
Bolo tai
Ami thaki eka songe
Tobu tomar toronge vese jai
Fire asi bare bare sob venge
Koto na paoa aj paoar ronge
E mon jane poth volar mane
k chai
FAQ About E Path Geche Beke Song:
Who is the Singer of the song ‘E Path Geche Beke‘?
Pritam Das has sung the song “E Path Geche Beke“.
Who wrote the lyrics of the song? “E Path Geche Beke“?
Saswata Ray has written the lyrics of “E Path Geche Beke“.
Who is the Music Director of the song ‘E Path Geche Beke‘?
Pritam Das directed the music of the song “E Path Geche Beke“.