Darun in Bengali
Song: Darun
Singer: Anupam Roy
Language: Bengali Song
আমাকে কি প্রথম দিনে
গেঁথেছিলে গোপন পীনে,
শাড়ির ওই আঁচল জানে
ওভাবে তাকানোর মানে।
বসলে ভালো খামখেয়ালে
খামোখা এ গান লেখালে,
আনমনে হাতটা ধরে
নিলে সবই কবজা করে।
আমিও তো নিজে, প্রেমে ভিজে
এখনও থামিনি যে ..
যা ছোঁয়া যায় না
যা পাওয়া যায় না,
যা বোঝা যায় না
তা তো দারুন ..
তোমাকে ছবিতে দেখি
আরও কাছে যদি পাই,
জানি তুমি আজ ভীষণ ব্যস্ত
তবুও কিছুটা চাই।
তুমি থাকো তোমার সুরে
তুমি যাবে অনেক দূরে,
বাসলে ভালো খামখেয়ালে
খামোখা এ গান লেখালে।
আমিও তো নিজে, প্রেমে ভিজে
এখনও থামিনি যে ..
যা ছোঁয়া যায় না
যা পাওয়া যায় না,
যা বোঝা যায় না
তা তো দারুন ..
তুমি ছুঁড়ে দিলে আলো
মেপে দিলে পরিমান,
আমি আর একটু চেয়ে ফেলি
মেনে পুরুষের অভিধান।
তুমি থাকো তোমার সুরে
তুমি যাবে অনেক দূরে,
বাসলে ভালো খামখেয়ালে
খামোখা এ গান লেখালে,
আমিও তো নিজে, প্রেমে ভিজে
এখনও থামিনি যে ..
যা ছোঁয়া যায় না
যা পাওয়া যায় না
যা বোঝা যায় না
তা তো দারুন..
FAQ About Darun Song:
Who is the Singer of the song ‘Darun?
Anupam Roy has sung the song “Darun“.
Who wrote the lyrics of the song? “Darun“?
Anupam Roy has written the lyrics of “Darun“.
Who is the Music Director of the song ‘Darun?
Anupam Roy directed the music of the song “Darun“.