Chupi Chupi Raat Neme Ashe Akashe Lyrics | চুপি চুপি রাত নেমে আসে আকাশে লিরিক্স

  Chupi Chupi Raat Neme Ashe Akashe Lyrics in Bengali

চুপি চুপি রাত নেমে আসে আকাশে

গুটি গুটি চাঁদ এসে পাশে বসে

কানে কানে গান শোনাই

 

গুটি গুটি তারা জ্বলে ওঠে আবার

ছুটে ছুটে চলে যায় মনটা আমার

আমি আকাশ পানে হাত বাড়াই

রাত বেড়ে চলে আমার শরীরের ভিতর

তার টান শিরায় শিরায়

জানিনা কেন ঘুম আসেনা যে চোখে বসে

থাকি আমি কিসের অপেক্ষায়

চুপি চুপি রাত ডাকে আমাকেও

চাঁদটাও হাতছানি দেয়

মিশে যেতে চাই ঐ আকাশে

আকাশও আমাকে ছুঁতে চায়

জানিনা কেন ঘুম আসেনা যে চোখে

এইভাবে রাত কেটে যায়

ফিস ফিস করে ওঠে মনটা আমার

হাঁসফাঁস করে কত কবিতা আবার

যায় হারিয়ে যায় আবার

ঝিরঝির করে ওঠে গাছের পাতা

শিরশির করে ওঠে মন আর মাথা

যাই ভেসে যাই অজানায়


  Chupi Chupi Raat Neme Ashe Akashe Lyrics in English 


Chupi chupi raat neme ase akase

Guti guti chand ese pashe boshe

Kane kane gaan shonai

Guti guti tara jole othey abar

Chute chute chole jaay monta amar

Ami akash paane haat barai


Raat bere chole amar shorirer vitore

Taar taan shiray shiray

Janina keno ghum ashena je chokhe bose

Thaki ami kiser opekkhay


Chupi chupi rat daake amake

Chandtao haatchani dey

Mishe jete chai oi akashe

Akash o amake chute chaay

Janina keno ghum ashena je chokhe

Eivabe raat kete aay

Spread the love

Leave a Comment