Chador Lyrics in Bengali
Song: Chador
Singer: Rupam Islam
Language: Bengali Song
আমায় চাদর দিয়ে ঢেকে দিল কে
ছোঁয়া নিষেধ কোন তদন্তের স্বার্থে (x2)
প্লিজ সরে যা যত অপগন্ডের দল
জমাট রক্ত ধুয়ে দিক না চোখের জল..
ও ও ও..
রাখোনি খবর, তুমি রাখোনি খোঁজ
আসলে আমি, বহুদিনই নিখোঁজ
আমি যা খুঁজি, তা তোমরা খোঁজো না
চোখ বুজে আমি, দেখি স্বর্গের সূচনা..
হ্যাঁ পৌঁছে, গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরও (x2)
পথ আরও, পথ আরও ও..
আনন্দ আজ হল পথের সাথী মোর
আনন্দ আজ জেগে আছে যে রাত ভোর।
আনন্দে আজ আমি দেখব যে তার মুখ
আমি উৎসুক আমি উন্মুখ..
আনন্দেরও আছে কি কোন আঁধার
মুখ লুকিয়ে কোন ব্যর্থ হতাশার।
সেই না পাওয়াকে আমি ছাপিয়ে যেতে চাই
কত আদোরে আজ ডাকছে স্বর্গ টাই..
হ্যাঁ পৌঁছে, গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরও (x2)
কোন অশরীরী, শুনি দিচ্ছে দিচ্ছে ডাক
কিছু কিছু ইচ্ছে, অবহেলায় মিশে যাক
মৃতদেহ আঁধার, আর আমি আলোকে
হ্যাঁ ভুলে গেছি, সব মন্দ ভালো কে..
স্বর্গের পথও কেন এত অন্ধকার
স্বর্গের পথও কেন এত রহস্যের।
স্বর্গের পথে আমি অভিযাত্রী আজ
আমার দেহে ছুরি ঢোকে ময়নাতদন্তের।
হ্যাঁ পৌঁছে, গেছি লক্ষ্যে আমার
সামান্য পথ আরও (x4)
পথ আরও, পথ আরও ..
Chador Lyrics in English
Amay chador diye dheke dilo ke
Chowa nished Kono todonter sarthe
Please shore ja Joto opogonder dol
Jomat rokto dhuye dik na chokher jol
Rakhoni khobor Tumi rakhoni khoj
Ashole ami bohudin-i nikhoj
Ami ja khuji ta tomra khojo na
Chokh buje ami Dekhi sorger suchona
Ha pouche gechi lokkhe amar
Samanno poth aro
Anondo aaj holo pother sathi mor
Anondo aaj jege ache je raat bhor
Anonde aaj ami dekhbo je kar mukh
Ami utsuk, ami unmukh ..
Anondero Ache Ki Kono Adhar
Mukh Lukiye Kono Beyrtho hotashar
Sei Na Paoyake Ami Chapiye Jete Cai
Koto Adore Aaj Dakche Sworgo tai
Ha pouche gechi lokkhe amar
Samanno poth aro…
..
FAQ Section:
Who is the Singer of the song ‘Chador‘?
Rupam Islam has sung the song “Chador“.
Who wrote the lyrics of the song? “Chador“?
Rupam Islam written the lyrics of “Chador“.
Who is the Music Director of the song ‘Chador‘?
Rupam Islam directed the music of the song “Chador“.