Buro Sadhu Lyrics in Bengali
Song: Buro Sadhu
Singer: Anupam Roy
Language: Bengali Song
যদি দূর থেকে ডাকনাম ধরে ডাকি,
তুমি আলগোছে হাত নাড়ো ইশারায়।
আমি দূর থেকে অস্থির চোখে দেখি,
আবছায়া পথ দু’ঠোঁটের মোহনায়
এসে মিশে গেছে মহানগরের ভিড়ে।
চেনা গল্প অচেনা হতে সময় লাগে না,
সবকিছুই নীলচে ধূসর ভালো লাগে না।
মন খারাপের পুকুর পাড়ে আজ মেঘ জমেছে,
বাড়ছে ভিড়, ভাঙছে তীর
আর জল কমেছে।
চল খুঁজি ভিনদেশী বুড়ো সাধু কে।
গল্প রাতে, অল্প আঘাতে কার
ইচ্ছে সুতো আজ কার যে হাতে,
কে লিখছে গল্প, কে গল্পে মাতে রে হায়..
কে বাসছে ভালো, কে জ্বালছে আলো
কে যে পাতছে আড়ি আর কে তাকালো,
তার পথ থেকে তাকে কে বাঁকালো রে হায়..
মেকি গুঞ্জন ফিকে রোদে ভিজে যায়
তুমি আর আমি নদীটির দূর তীরে
আবছায়া পথ মিশে গেছে মোহনায়।
তাই বলছি আমি, জ্বলছি নিজে
বলার আগে ভাবিনি যে,
শুকনো শরীর মন ভিজে কেন..
কাঁদছি আমি, কাঁদছে আকাশ
আমার দিকে, সামলে তাকাস,
মিথ্যে মায়ায় জলে ঝাঁপাস না যেন।
Buro Sadhu Lyrics in English
Chena golpo ochena hote
Somoy laage na
Sobkichhui neelche dhusor
Bhalo lage na
Mon kharaper pukur paare
Aaj megh jomeche
Barche bhir, vangche teer
Arr jol komechhe.
Chol khuji bhindeshi buro sadhu ke
FAQ About Moner Modhye Bhoy Song:
Who is the Singer of the song ‘Buro Sadhu‘?
Anupam Roy has sung the song “Buro Sadhu“.
Who wrote the lyrics of the song? “Buro Sadhu“?
Pranjal Das has written the lyrics of “Buro Sadhu“.
Who is the Music Director of the song ‘Buro Sadhu‘?
Vik directed the music of the song “Buro Sadhu“.