Brishti Theme Gele Lyrics in Bengali
Song: Brishti Theme Gele
Singer: Anupam Roy
Language: Bengali Song
কালো মেঘে ঢেকেছে আকাশ ।
এলো শ্রাবণের মাস ।
এলোমেলো হাওয়া বয়ে যায় ।
সন্ধ্যে নামে সারা শরীরে ।
যেন স্মৃতিরা আসে ঘিরে ।
কারো কথা মনে পড়ে যায় ।
আয় বৃষ্টি ঝেঁপে,
এই নতুন স্টেপে ।
রাস্তায় দাঁড়িয়ে,
ছাতা হারিয়ে ।
সবকিছু ধুয়ে,
আলগোছে ছুঁয়ে,
যাও তুমি আবার,
আমায় ভাসিয়ে ।
তুমি এসেছো যখন,
কিছুক্ষণ থেকে যাও ।
আমি জমিয়ে রেখেছি যত রং,
দেখে যাও ।
এই কবিতা পাগল মনে,
মন রেখে যাও ।
যদি চলে যেতে চাও, তুমি যেও
বৃষ্টি থেমে গেলে ।
বৃষ্টি থেমে গেলে ।
মাটি, ভেজা ভেজা সুরে তাই
দুঃখি মানুষের পাড়ায়
ভালোবাসা বয়ে নিয়ে যায় ।
সবুজ আরও ঘন হতে চায়,
কারো চোখের পাতায়
আনমনা করে চলে যায় ।
আয় বৃষ্টি ঝেঁপে,
এই নতুন স্টেপে ।
রাস্তায় দাঁড়িয়ে,
ছাতা হারিয়ে ।
সবকিছু ধুয়ে,
আলগোছে ছুঁয়ে,
যাও তুমি আবার,
আমায় ভাসিয়ে ।
তুমি এসেছো যখন,
কিছুক্ষণ থেকে যাও ।
আমি জমিয়ে রেখেছি যত রং,
দেখে যাও ।
এই কবিতা পাগল মনে,
মন রেখে যাও ।
যদি চলে যেতে চাও, তুমি যেও
বৃষ্টি থেমে গেলে ।
Brishti Theme Gele Lyrics in English
Kalo meghe dhekechhe akash.
Elo shraboner maas.
Elomelo hawa boye jay.
Sondhye namey sara shorire.
Jeno smriti ra asey ghirey.
Karo kotha mone pore jay.
Aay brishti jhenpe,
Ei notun step a.
Rastay danriye,
Chhata hariye.
Sob kichhu dhuye,
Aalgochhe chhunye,
Jao tumi abar,
Amai bhasiye.
Tumi esecho jokhon,
Kichhukhyon theke jao.
Ami jomiye rekhechi joto rong,
Dekhe jao.
Ei kobita pagol mone,
Mon rekhe jao.
Jodi chole jete chao, tumi jeo,
Brishti Theme Gele.
Brishti Theme Gele.
mati veja veja sure tai
dukhi manuser parai
valobasha boye neyejai
sobuj aro ghano hotechai
karo chokher patai
anmona kore chole jai
Aay brishti jhenpe,
Ei notun step a.
Rastay danriye,
Chhata hariye.
Sob kichhu dhuye,
Aalgochhe chhunye,
Jao tumi abar,
Amai bhasiye.
Tumi esecho jokhon,
Kichhukhyon theke jao.
Ami jomiye rekhechi joto rong,
Dekhe jao.
Ei kobita pagol mone,
Mon rekhe jao.
Jodi chole jete chao, tumi jeo,
Brishti Theme Gele.
Brishti Theme Gele.
FAQ About Moner Modhye Bhoy Song:
Who is the Singer of the song ‘Brishti Theme Gele‘?
Anupam Roy has sung the song “Brishti Theme Gele“.
Who wrote the lyrics of the song? “Brishti Theme Gele“?
Anupam Roy has written the lyrics of “Brishti Theme Gele“.