Brishti Jhare Madhur Lyrics in Bengali
Song: Brishti Jhare Madhur
Singer: Srikanto Acharya
Language: Bengali Song
বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা
আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা
কান্না ঝরে কার,
প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা (x2)
দূরের আকাশ মেঘের পাড় বোনা
মেঘের ঘরে শয্যাপাতে ঘুমন্ত কল্পনা (x2)
কার এ ছায়া মায়া, কার এ ছায়া মায়া
বর্ষা মেঘ গড়ে আমার তিলোত্তমার কায়া।
কান্না ঝরে কার,
প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা
বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা
আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা
কান্না ঝরে কার,
প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা।
সূর্য ভাঙা লক্ষ মানিক জ্বলে
মেঘের কপাট খোলে
বৃষ্টি ঝরে, অঙ্গ গলে, শ্যামাঙ্গি বর্ষা
তিন কন্যার বেদনা মল্লার।
বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা
আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা (x2)
কান্না ঝরে কার, কান্না ঝরে কার,
প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা
বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানা
আকাশ ঢাকে কৃষ্ণ মেঘের ডানা
কান্না ঝরে কার,
প্রিয়ংবদা শ্যামাঙ্গি বর্ষা রে বর্ষা।
Brishti Jhare Madhur Lyrics in English
Brishti jhore, Jhore modhur dana
Akash dhake krishna megher dana
Kanna jhore kar..
Priyongbodar shyamgi brosha re borsha
Durer akash megher-par bona
Megher ghore sojja patey
ghumanta kolpona
Kar e chaya-maya, Kar e chaya-maya
Borsha megh gore amar tilattomar kaya
Surja vanga lokhho manik joley
Megher kopat kholey
Brishti jhore, Ongo gole Shyamgi brosha
Tin konnar bedona mollar
Brishti jhare, Jhare madhur daana.