Boson Poro Maa Lyrics | বসন পরো মা লিরিক্স

Boson Poro Maa in Bengali

Song: Boson Poro Maa
Singer: Ayan Sarkar 
Language: Bengali Song

বসন পরো মা, বসন পরো মা
বসন পরো, পরো মা গো
বসন পরো মা।

চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো
বসন পরো মা পরো, বসন পরো মা।
বসন পরো, পরো মা গো, বসন পরো মা।

কালীঘাটের কালি তুমি, কৈলাশে ভবানী
বৃন্দাবনে রাধা প্যারির, গোকুলে গোপিনী।
পাতালেতে ছিলে মাগো হ​য়ে ভদ্রকালি
কত দেবতা করেছে পুজা দিয়ে নরবলি গো
বসন পরো মা পরো, বসন পরো মা।

পশিতের উজীর ধারা, গলে মুণ্ডমালা
হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা
মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে
মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে

তুমি পাগল পতি পাগল
মাগো আরও আছে পাগল
প্রসাদও হয়েছে পাগল
চরণ পাবার আসে গো
বসন পরো মা পরো, বসন পরো মা।
বসন পরো, পরো মা গো
বসন পরো মা …

FAQ About Boson Poro Maa Song:

Who is the Singer of the song ‘Boson Poro Maa?

 Ayan Sarkar  has sung the song “Boson Poro Maa“.

Who wrote the lyrics of the song? “Boson Poro Maa“?

Traditional has written the lyrics of “Boson Poro Maa“.

Who is the Music Director of the song ‘Boson Poro Maa?

Traditional directed the music of the song “Boson Poro Maa“.

Spread the love

Leave a Comment