Bolche Akash Mukh Lukiye in Bengali
Song: Bolche Akash Mukh Lukiye
Singer: Kumar Sanu
Language: Bengali Song
বলছে আকাশ মুখ লুকিয়ে
তোর গল্প রোজ,
হালকা হাওয়ায় ডানা মেলে
করছে তোকে খোঁজ।
মনটা আমার শুনছে সে সব
দেখছে অপলক,
ও.. বলছে আদোর মাখা স্বপ্নে
হলেও মরণ হোক।
নেবো এনে সন্ধ্যে সকাল
তোর কোলেতেই বেশ,
হো.. এক পা দু পা হাঁটি হাঁটি
কল্পনারই দেশ ..
বলছে আকাশ মুখ লুকিয়ে
তোর গল্প রোজ,
হাল্কা হাওয়ায় ডানা মেলে
করছে তোকে খোঁজ।
নেইতো কোনো পিছুটান আর
যাক এভাবেই দিন,
চলতে থাকুক অল্প করে আর
নাছোড়বান্দা রুটিন।
নেবো এনে সন্ধ্যে সকাল
তোর কোলেতেই বেশ,
হো.. এক পা দু পা হাঁটি হাঁটি
কল্পনারই দেশ ..
বলছে আকাশ মুখ লুকিয়ে
তোর গল্প রোজ,
হাল্কা হাওয়ায় ডানা মেলে
করছে তোকে খোঁজ।
ভুল কি ঠিক এর হিসেব নেই তো
যা হবার তা হবে,
মিশে গেছিস আমার সাথে
মিষ্টি অনুভবে।
নেবো এনে সন্ধ্যে সকাল
তোর কোলেতেই বেশ,
হ্যাঁ এক পা দু পা হাঁটি হাঁটি
কল্পনারই দেশ..
বলছে আকাশ মুখ লুকিয়ে
তোর গল্প রোজ,
হাল্কা হাওয়ায় ডানা মেলে
করছে তোকে খোঁজ।
FAQ About Bolche Akash Mukh Lukiye Song:
Who is the Singer of the song ‘Bolche Akash Mukh Lukiye?
Kumar Sanu has sung the song “Bolche Akash Mukh Lukiye”.
Who wrote the lyrics of the song? “Bolche Akash Mukh Lukiye”?
Sri Pritom has written the lyrics of “Bolche Akash Mukh Lukiye“.
Who is the Music Director of the song ‘Bolche Akash Mukh Lukiye?
Sri Pritom directed the music of the song “Bolche Akash Mukh Lukiye“.