Boba Rajkumar Lyrics in Bengali
এখনো আছি
এখনো বাঁচি
কিছু ছোট বড় ভয়ে
অশান্ত এ সময়ে খেলে কানামাছি
এখনো নীলের
রঙে স্বপ্ন দিলে
আমি বুঝে নিতে জানি
কত না অভিমানী
জমছে যে পাঁচিলে
আছে ডুব সাঁতার সম্বল আমার
আমি ফুটপাতের বোবা রাজকুমার
রাজকুমার… রাজকুমার
ওওও…
আমিও কাঁদি
গলাও সাধি
কিছু খুচরো গায়ে কাঁটা
দিলো ভীতু পায়ে হাঁটার
জীবিত সমাধি
হারিয়ে যাওয়া হিসেব খুঁজে খুঁজে
কুড়িয়ে পাওয়া
ঝরাপাতা ভোরবেলা জানি ফেরায়
পাগলা হাওয়া
তবু ডুব সাঁতার সম্বল আমার
আমি ফুটপাতের বোবা রাজকুমার
আছে ডুব সাঁতার সম্বল আমার
আমি ফুটপাতের বোবা রাজকুমার
রাজকুমার… রাজকুমার
ওওও…
Boba Rajkumar Lyrics in English
Ekhono Achi
Ekhono banchi
Kichu choto boro bhoye
Oshanto e shomoye khele kanamachi
Ekhono niler
Ronge swopno diley
Ami bujhe nitey jani
Koto na obhimani
Jomche je panchile
Ache doob santar sombol amar
Ami footpath er boba Rajkumar