Bioscope Lyrics in Bengali
Song: Bioscope
Singer: Sanjeeb Chowdhury & Bappa Mazumder
Language: Bengali Song
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না।
ডাইনে তোমার চাচার বাড়ি
বাঁয়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না,
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না।।
অন্তরে থাক পদ্ম গোলাপ
গদ্যে পদ্যে আঁকছি মুখ,
ঘুরতেছিলাম রঙের মেলায়
অপূর্ব সেই তোমার চোখ,
অমন পলক ফেলতে তো কেউ পারে না,
অমন পলক ফেলতে তো কেউ পারে না।
তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না।।
হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরত চাইনি কোনদিন,
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ,
মন হারালেও মনের মনের মানুষ হারে না,
মন হারালেও মনের মনের মানুষ হারে না।
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়েনা,
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়েনা।
ডাইনে তোমার চাচার বাড়ি
বাঁয়ের দিকে পুকুরঘাট,
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না,
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না।।
Bioscope Lyrics in English
Tomar barir ronger melay
Dekhechilam bayoscope
Bayoscoper nesha amar chare na
Bayoscoper nesha amar chare na
Daine tomar chachar bari
Bayer dike pukur ghat
Shei bhabonay boyosh amar bare na
Shei bhabonay boyosh amar bare na
Ontore thak poddo golap
Godde podde achi bud
Urtechilam ronger melay
Opurbo shei tomar chokh
Omon polok felte to keu pare na
Omon polok felte to keu pare na
Tomar barir ronger melay
Dekhechilam bayoscope
Bayoscoper nesha amar chare na
Bayoscoper nesha amar chare na
Hotath tomay mon diyechi
Ferot chaini kono din
Mon ki tomar haater natai
Tomar kache amar rin
Mon harale’o moner manush hare na
Mon harale’o moner manush hare na
Tomar barir ronger melay
Dekhechilam bayoscope
Bayoscoper nesha amar chare na
Bayoscoper nesha amar chare na
Daine tomar chachar bari
Bayer dike pukur ghat
Shei bhabonay boyosh amar bare na
Shei bhabonay boyosh amar bare na
FAQ About Bioscope Song:
Who is the Singer of the song ‘Bioscope‘?
Sanjeeb Chowdhury And Bappa Mazumder has sung the song “Bioscope“.