Song: Bhorer Alor Rekha
Singer: Anupam Roy And Amrita De
Language: Bengali Song
Bhorer Alor Rekha in Bengali
জনিতা চ্ উপনেতা চ্
এয়েস্তু বিদ্যা প্রয়াচ্চ্ছাতি।
অন্যদাতা ভায়াত্রাতা
পঞ্চাইতে পিতারাঃ স্তিথা।।
ভোরের আলোর রেখা
প্রথম তোমার খোঁজে,
আসে আকাশ ফুঁড়ে।
তারই কাছে শেখা
আমার দু’চোখ বুজে,
হারানো অন্ধকারে
ভোরের আলোর রেখা।।
সোনালী আকাশ ঘিরে
দেখো রূপের আলোকচ্ছটা,
কে চায় তোমায় ফিরে
অক্লান্ত কার ছোটা।
কে তোমার হারানো দিন
তুমি কার মনের ব্যথা,
কে তোমার পরশমানিক
তুমি কার মনের কথা।
ভোরের আলোর রেখা
প্রথম তোমার খোঁজে
আসে আকাশ ফুঁড়ে।
তারই কাছে শেখা
আমার দুচোখ বুজে,
হারানো অন্ধকারে
ভোরের আলোর রেখা।
জনিতা চ্ উপনেতা চ্
এয়েস্তু বিদ্যা প্রয়াচ্চ্ছাতি।
অন্যদাতা ভায়াত্রাতা
পঞ্চাইতে পিতারাঃ স্তিথা।।
FAQ About Bhorer Alor Rekha Song:
Who is the Singer of the song ‘Bhorer Alor Rekha?
Anupam Roy And Amrita De has sung the song “Bhorer Alor Rekha”.
Who wrote the lyrics of the song? “Bhorer Alor Rekha“?
Raj Sen has written the lyrics of “Bhorer Alor Rekha“.
Who is the Music Director of the song ‘Bhorer Alor Rekha?
Krishnendu Raj Acharya directed the music of the song “Bhorer Alor Rekha“.