Bhalobasha Eki Nesha in Bengali
Song: Bhalobasha Eki Nesha
Singer: Hridoy Khan
Language: Bengali Song
ভালোবাসা ! এ কি নেশা,
কতবার ফিরে আসা,
দরজায় কড়া নাড়ি বারবার।
কত পথ পেরিয়ে এসে,
ফেলেছি ভালোবেসে,
কাছে এসো আমার !
ভালোবাসা ! এ কি নেশা,
কতবার ফিরে আসা,
দরজায় কড়া নাড়ি বারবার।
এলোচুলে আঁধার তোমারই
ফাগুনের ঘ্রান !
মুঠো ভরে কাছে আমারই
জুড়াও এই প্রাণ।
অভিমানী তোমার হাসিতে
কি আছে জাদু ?
ঘুরে ফিরে তোমার মনেতে
ফিরেছি তবু।
কত পথ পেরিয়ে এসে,
ফেলেছি ভালোবেসে,
কাছে এসো আমার !
ভালোবাসা ! এ কি নেশা,
কতবার ফিরে আসা,
দরজায় কড়া নাড়ি বারবার।
চোখে চেয়ে কাজল পড়িয়ে,
আগুন হবো !
ছুঁয়ে দিলেই তোমাকে নিয়ে,
শীতল রবো !
আমরা দু‘জন আঁধার ঘরেতে,
ঠিকানা বিহীন !
পায়ের নুপুর ভেজা অতলে,
এ প্রেমের দিন।
কত পথ পেরিয়ে এসে,
ফেলেছি ভালোবেসে,
কাছে এসো আমার !
ভালোবাসা ! এ কি নেশা,
কতবার ফিরে আসা,
দরজায় কড়া নাড়ি বারবার
Bhalobasha Eki Nesha in English
Valobasa ! E Ki Nesha,
Kotobar Firey Asha,
Dorojay Kora Nari Barbar.. !
Koto Poth Periye Eshey,
Felechi Valobeshe,
Kache Esho Amar !
Valobasa ! E Ki Nesha,
Kotobar Firey Asha,
Dorojay Kora Nari Barbar.. !
Elochule Adhar Tomari,
Faguner Ghran…!
Mutho Vore Kache Amari
Jurao Ei Pran.. !
Obhimani Tomar Hasite,
Ki Ache Jadu?
Ghure Firey Tomar Monete
Firechi Tobu.. !
Koto Poth Periye Eshey,
Felechi Valobeshe,
Kache Esho Amar !
Valobasa ! E Ki Nesha,
Kotobar Firey Asha,
Dorojay Kora Nari Barbar.. !
Chokhe Cheye Kajol Poriye,
Agun Hobo !
Chuye Dilei Tomake Niye,
Shitol Robo !
Amra Du’jon Adhar Ghorete,
Thikana Bihin !
Payer Nupur Veja Otole,
E Premer Din !
Koto Poth Periye Eshey,
Felechi Valobeshe,
Kache Esho Amar !
Valobasa ! E Ki Nesha,
Kotobar Firey Asha,
Dorojay Kora Nari Barbar.. !
FAQ About Bhalobasha Eki Nesha Song:
Who is the Singer of the song ‘Bhalobasha Eki Nesha?
Hridoy Khan has sung the song “Bhalobasha Eki Nesha“.
Who wrote the lyrics of the song? “Bhalobasha Eki Nesha“?
Susmita Biswas Sathi has written the lyrics of “Bhalobasha Eki Nesha“.