Behula Lyrics in Bengali
Song: Behula
Singer: Shunno Band
Language: Bengali Song
SHUNNO’s new song ‘Behula’, presented by “Here’s To Life: Musing of the Soul”. The song is based on Shiva Purana and the Manasamangal genre of Bengali medieval epics.
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা,
তুমি আমার আঁধার রাতে
একশ তারার মালা।
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে,
ভালোবাসার গান শোনাবে
প্রাচিন কোনো সুরে।
(কোরাস)
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে,
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে।
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে,
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে।
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি,
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি,
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি।
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা।
Behula Lyrics in English
Vaggo amai chobol mare
Rokte bisher jala
Tumi amar andhar rate
Eksho bisher mala.
Tomar amar ei kahini,
Hajar bochor dhore,
Valobasar gan sonabe
Prachin kon sure.
O behula
Ami morle amay niye
Vasaio vela
Chaira gelo sojon sujon
Tumi Tobu pashe
Tomar moto emon kore
R k valobashe
Tomar kaya boro maya
Boter chaya chokhe
Agle rakho bondhu amay
Ei duniya thake.
O behula
Ami morle amay niye
Vasaio vela
Kalo meghe dublo akash
Bojro hanahani
Akash jane toamy valo
Bashi kotokhani
Kalo meghe dublo akash
Bojro hanahani
Akash jane toamy valo
Bashi kotokhani
O behula
Ami morle amay niye
Vasaio vela
FAQ About Behula Song:
Who is the Singer of the song ‘Behula‘?
Shunno band has sung the song “Behula“.
Who wrote the lyrics of the song? “Behula“?
Tanvir Chowdhury has written the lyrics of “Behula“.
Who is the Music Director of the song ‘Behula‘?
Shunno band directed the music of the song “Behula“.