Beche Theke Labh Ki Bol Lyrics | বেঁচে থেকে লাভ কি বল লিরিক্স

 Beche Theke Labh Ki Bol Lyrics in Bengali

বেঁচে থেকে লাভ কি বল,

তোকে ছাড়া আর

খুঁজেছে জবাব অচল মন কোথা কার।

জানি স্বপ্ন তার পাতায় কত কি,

কত যত্নে দেখেছি আর লিখেছি।

যা চলে তুই, ও.. সব ভুলে তুই,

যা চলে তুই, ও.. সব ভুলে তুই।

বেঁচে থেকে লাভ কি বল,

তোকে ছাড়া আর

খুঁজেছে জবাব অচল

মন কোথাকার ও ও ..

 

কেন হয় এমন, মনে নেই তো মন

হাওয়া বড়ই বে-রঙিন।

নারে না নয় সহজ, পাওয়া তোর মতন

আর কাউকেও কোনোদিন।

হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম;

চোখে শুকিয়ে গেল জল।

বেঁচে থেকে লাভ কি বল,

তোকে ছাড়া আর

খুজেছে জবাব অচল

মন কোথাকার.. ও..

 

কি যে বলবো আর, এ দূরত্ব টার

দেখি নেই রে কোনো শেষ

তবু দেখ না তুই, বসে পাশ’টা তেই

গেলি আলোকবর্ষ দেশ।

হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম;

চোখে শুকিয়ে গেল জল।

বেঁচে থেকে লাভ কি বল,

তোকে ছাড়া আর

খুজেছে জবাব অচল

মন কোথাকার.. ও..

Beche Theke Labh Ki Bol Lyrics in English 

Beche Theke Labh Ki Bol toke chara ar

Khujeche jowab ochol mon kotha kar

Jane swapno tar patay kotoki

koto jotne dekhechi ar likhechi..

Ja chole tui o..ho sob bhule tui

Beche Theke Lav Ki Bol toke chara ar

Keno hoy emon mone nei to mon

Hawa boro berongeen

Nare noy sohoj powa tor moton

ar kauke-o konodin

Hariye gelam furiye elam

chokhe sukiye gelo jol

Benche Theke Labh Ki Bol toke chara ar

 


Spread the love

Leave a Comment