Song: Basontika
Singer: Subhamita Banerjee
Language: Bengali Song
ফুলে ফুলে সাজালে মা এ ভুবন প্রান্তর
সুরে তালে ভরালে মা
এ চেতন, এ অন্তর,
বাসন্তিকা হলে আজ
বাসন্তিকার ফুল সাজ,
ও.. বাসন্তিকা হলে আজ
বাসন্তিকার ফুল সাজ।।
পুষ্পকলির মত
বিকশিত কত শত,
চেতন পুষ্পরাজি জ্ঞানালোকে অবিরত,
সততার কলি ফোটে শিক্ষার বৃন্তে
আসুরি তমসা নাশো শুদ্ধ আনন্দে,
দিগন্তিকায় ভাসো আজ
বাসন্তিকার ফুল সাজ,
ও.. বাসন্তিকা হলে আজ
বাসন্তিকার ফুল সাজ।।
জ্ঞানগর্ভা তুমি মাতঙ্গী মা
ব্রহ্মবর্তিনী বাসন্তিকা,
জ্ঞানগর্ভা তুমি মাতঙ্গী মা
ব্রহ্মবর্তিনী বাসন্তিকা,
জগতব্যাপী বিরাজ বিশ্বচরাচর
শ্বেতবীণাধরা বাণী হংসবাহনপর,
দেবী সরস্বতী মা, তুমি বাসন্তিকা
ও.. দেবী সরস্বতী মা, তুমি বাসন্তিকা।
ফুলে ফুলে সাজালে মা এ ভুবন প্রান্তর
সুরে তালে ভরালে মা
এ চেতন, এ অন্তর,
বাসন্তিকা হলে আজ
বাসন্তিকার ফুল সাজ,
ও.. বাসন্তিকা হলে আজ
বাসন্তিকার ফুল সাজ।।
FAQ About Basontika Song:
Who is the Singer of the song ‘Basontika?
Subhamita Banerjee has sung the song “Basontika“.
Who wrote the lyrics of the song? “Basontika“?
Saunak has written the lyrics of “Basontika“.