Baishnob Sei Jon Lyrics | বৈষ্ণব সেই জন লিরিক্স

Baishnob Sei Jon in Bengali

Song: Baishnob Sei Jon
Singer: Shreya Ghoshal
Language: Bengali Song

বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।
পরেরও তরে তার শত উপকারে,
পরেরও তরে তার শত উপকারে
গরব থাকে না কোনোখানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদনব্যথা জানে রে।

সকল লোকেরও বন্দনায় রত
নিন্দা’কথা না জানে রে।
বিশ্বাসে অবিচল, সদভাবনায় মন
জননী ধন্য ধনমানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।

সমদৃষ্টিধারী ধরণীর নাড়ী
যেই রূপে দেখে তার জননী রে।
মিথ্যাবচন ভুলে, না দেখে চোখ তুলে
অন্যের সম্পদ পানে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন-ব্যথা জানে রে।

এ জীবন লোভ আর শঠতা রোহিত
কাম-ক্রোধ নিবারণ রে।
কোথা সে মানুষ যার দর্শন পরে
মোক্ষ মিলবে লক্ষ্য প্রাণে রে।
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদন ব্যথা জানে রে।
পরেরও তরে তার শত উপকারে,
পরেরও তরে তার শত উপকারে
গরব থাকে না কোনোখানে রে,
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন
পরেরও বেদনব্যথা জানে রে।

FAQ About Baishnob Sei Jon Song:

Who is the Singer of the song ‘Baishnob Sei Jon?

Shreya Ghoshal has sung the song “Baishnob Sei Jon“.

Who wrote the lyrics of the song? “Baishnob Sei Jon“?

Anindya Chatterjee has written the lyrics of “Baishnob Sei Jon“.

Who is the Music Director of the song ‘Baishnob Sei Jon?

Sovon Mukherjee directed the music of the song “Baishnob Sei Jon“.

Spread the love

Leave a Comment