Ami Ki Jani Lyrics | আমি কি জানি লিরিক্স

Ami Ki Jani in Bengali

Song: Ami Ki Jani
Singer: Rishi Panda
Language: Bengali Song

তুমি আমি মিলে চলো
মিষ্টি গল্প লিখি,
পাশে থেকে চুপচাপ
কথা বলা শিখি,
রাতপরীরা নামে শুধু
তুমি হেসে দিলে,
মন্দ হয় না তোমার পাশে
আমায় সাথে নিলে।

আমি কি জানি
যায় কোথায় এ জীবন,
আমি কি জানি
সব হারালাম কখন।

তুমি ছাড়া সন্ধে নামে না
বিনা মেঘে বৃষ্টি আসে না।

আমার সামনে আসো যখন
কোথায় যে হারাই,
না বলা ব্যথা, জমানো কথা
শোনাই যে তোমায়।।

অন্ধকারে চাঁদের আলোয়
হালকা গানের সুরে,
আলতো করে তাল মেলাবে
হাত দিয়ে নুপূরে,
সূর্য্য আলো করে যখন
নরম এ বিছানায়,
আসবে আরো কাছে তুমি
নতুন কোন বাহানায়।

আমি কি জানি
যায় কোথায় এ জীবন,
আমি কি জানি
সব হারালাম কখন।

তুমি ছাড়া পাখি ঘর ফেরে না
বন্দরে জাহাজ ভেড়ে না।

আমার সামনে আসো যখন
কোথায় যে হারাই,
না বলা ব্যথা, জমানো কথা
শোনাই যে তোমায়।।

FAQ About Ami Ki Jani Song:

Who is the Singer of the song ‘Ami Ki Jani?

Rishi Panda has sung the song “Ami Ki Jani“.

Who wrote the lyrics of the song? “Ami Ki Jani“?

Rishi Panda has written the lyrics of “Ami Ki Jani“.

Who is the Music Director of the song ‘Ami Ki Jani?

Sayan Sinha Roy directed the music of the song “Ami Ki Jani”.

Spread the love

Leave a Comment