Ami Eto Je Tomay Valobeshechi Lyrics in Bengali
Song: Ami Eto Je Tomay Valobeshechi
Singer: Srikanto Acharya
Language: Bengali Song
আমি এত যে তোমায়
ভালোবেসেছি
আমি এত যে তোমায়
ভালোবেসেছি
তবু মনে হয় এ যেন গো কিছু
নয়
কেন আরো ভালোবেসে যেতে
পারেনা হৃদয়
আমি এত যে তোমায়
ভালোবেসেছি
তোমার কাজল চোখে যে
গভীর ছায়া কেপে ওঠে ওই
তোমার অধরে ওগো যে
হাসির মধুমায়া ফোটে ওই
তারা এই অভিমান বোঝেনা
আমার
বলে, তুমিতো আমায়
ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যাথা
কেদে কেদে কয়
কেন আরো ভালোবেসে যেতে
পারেনা হৃদয়
আমি এত যে তোমায়
ভালোবেসেছি
তুমি তো জানো না ওগো,
তোমার প্রাণের ওই সুরের
কাছে
আমার গানের বাণী আহত
পাখির মত লুটায়ে আছে
তবু এ মাধবী রাতে আমায়
যে মালা তুমি পরালে
যে মাধুরী দিয়ে মোর
শূন্য জীবন তুমি ভরালে
তারা এ দীনতাটুকু দেখে
না আমার
বলে, তুমি তো আমায়
ভালোবেসেছ
শুধু আমার গোপন ব্যাথা
কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে
পারেনা হৃদয়
আমি এত যে তোমায়
ভালোবেসেছি