Ami Ektu Amar Sange Dekha Lyrics | আমি একটু আমার সঙ্গে দেখা লিরিক্স

Ami Ektu Amar Sange Dekha Lyrics in Bengali

Song: Ami Ektu Amar Sange Dekha
Singer: Srikanto Acharya
Language: Bengali Song

আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই

আলোয় কালই মন্দ ভালোই
একলা হতে চাই
প্রথম ভোরের ঘুম
চোখেতেই

আমার আমি কে ডাকলাম
পাবো কি পাবনা সারা
আমি তার ভাবনায় ডুবে
থাকলাম

এ ঘুম ঘুম সেই ভোরে
আমাকে অবাক করে
এ ঘুম ঘুম সেই ভোরে
আমাকে অবাক করে

সিস দিয়ে ওঠে যেই
পাখিটা
জেগে ওঠে আর সব্বাই
আমি একটু আমার সঙ্গে

দেখা করতে চাই
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই
ধু ধু করা ওই দুপুরে
আমায়

কথা ছিল আমি বললাম
বললো সে কিছু মনে করোনা
সময় তো নেই চললাম
ধু ধু করা ওই দুপুরে
আমায়

কথা ছিল আমি বললাম
বললো সে কিছু মনে করোনা
সময় তো নেই চললাম
পৃথিবী ঘুমাই চাঁদ ডুবে
যে
আপন মনে তে হাঁসলাম

কতটুকু পেলাম আমি জীবনে
হাজার প্রশ্নে ঠাশলাম
নির্জন সেই রাতে
আমার অপেক্ষাতে
নির্জন সেই রাতে
আমার অপেক্ষাতে

উন্মনা দেখে স্বপ্ন
আমার
তাই ফিরে আসি একলাই
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই

আলোয় কালই মন্দ ভালোই
একলা হতে চাই
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই।

Spread the love

Leave a Comment