Ami Ashbo in Bengali
Song: Ami Ashbo
Singer: Rupankar Bagchi
Language: Bengali Song
তুমি কি সারারাত ধরে
অপেক্ষায় ছিলে, আমি আসবো ?
তুমি কি বিকেলে কোনো
জানলার ধারে, আমি আসবো ?
আসেনি কোনো ঝড়, আসিনি তো আমি
উদাসীনতা পেরিয়ে দিগন্তে উঠবে ঝড়
আমি আসবো, আমি আসবো,
তুমি কি সারারাত ধরে
অপেক্ষায় ছিলে, আমি আসবো ?
আলোক বিন্দু প্যারাট্রুপারের মতো
খালি ঝরছে,
তোমার স্বপ্নেরা কি
আনমনে চুপটি করে ভাবছে ?
অসংখ্য দুঃখরা অযাচিত ভাবেই
ফিরে আসছে,
তোমার ধৈর্য কি তখনো
আমারি কথাই ভাবছে?
খালি ভাবছে।
বিষন্নতার ঘরে জ্বালিয়ো
তুমি আমি আসবো,
ঠিকানা বদলীয়
নতুন ঠিকানাতে আমি আসবো।
আসেনি কোনো ঝড়, আসিনি তো আমি
উদাসীনতা পেরিয়ে দিগন্তে উঠবে ঝড়
আমি আসবো, আমি আসবো,
তুমি কি সারারাত ধরে
অপেক্ষায় ছিলে, আমি আসবো ?
ঠিকানা বদলীয়
নতুন ঠিকানাতে আমি আসবো।
প্রতারণারই পড়তে পড়তে
দৃঢ়তা বাড়ছে,
ভালো থাকারই মহলা চলছে তবু
কারা কাঁদছে? হুঁ হুঁ
এটুকু আরও টুকু নিয়ে
তুমি আমি নিম্ন মধ্যবিত্ত,
যারা জেতে রোজ
তারাই খালি রোজই জিতে যাচ্ছে,
খালি জিতছে,
তবু রেডিওতে
হাল ছেড়োনা বন্ধু বাজছে, আমি আসবো।
আগোল টা আলগা করে রেখো
হঠাৎ করেই চলে আমি আসবো,
আসেনি কোনো ঝড়, আসিনি তো আমি
উদাসীনতা পেরিয়ে দিগন্তে উঠবে ঝড়
আর আমি আসবো, আমি আসবো,
তুমি কি সারারাত ধরে
অপেক্ষায় ছিলে, আমি আসবো ?
তুমি কি বিকেলে কোনো
জানলার ধারে, আমি আসবো।
FAQ About Ami Ashbo Song:
Who is the Singer of the song ‘Ami Ashbo?
Rupankar Bagchi has sung the song “Ami Ashbo”.
Who wrote the lyrics of the song? “Ami Ashbo”?
Rupankar Bagchi has written the lyrics of “Ami Ashbo“.
Who is the Music Director of the song ‘Ami Ashbo?
Rupankar Bagchi directed the music of the song “Ami Ashbo“.